দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুলাই: এবার আর প্যাসেঞ্জার (Passenger) নয়, এক্সপ্রেস (Express) হিসেবে ছুটবে খড়্গপুর-হাতিয়া-খড়্গপুর (১৮০৩৫/১৮০৩৬) ট্রেনটি। আগামী ১৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে চলবে খড়্গপুর – হাতিয়া এক্সপ্রেস (Kharagpur Hatia Express – 18035) এবং শুক্রবার (১৫ জুলাই) থেকে চলবে হাতিয়া – খড়্গপুর এক্সপ্রেস (Hatia Kharagpur Express – 18036)। তবে, সময় মোটামুটি আগের মতোই থাকছে। বৃহস্পতিবার খড়্গপুর থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ৪৫ এ। ট্রেনটি ওইদিন হাতিয়া-তে পৌঁছবে সন্ধ্যা ৬ টা ২৫ (18.25) এ। অপরদিকে, পরদিন সকালে হাতিয়া থেকে এই ট্রেন ছাড়বে ৯ টা ২০-তে। খড়্গপুরে পৌঁছবে সন্ধ্যা ৬ টা (18.00)-তে। এমনটাই জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে। স্বভাবতই খুশি, খড়্গপুর-মেদিনীপুর-শালবনী-গড়বেতা সহ জঙ্গলমহলের নিত্যযাত্রীরা। এছাড়াও, আরও বেশ কয়েকটি ট্রেন পুনরায় চলবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এগুলো হল- শালিমার-লোকমান্য তিলক (মুম্বাই)/ ১৮০৩০ এক্সপ্রেস, সাঁতরাগাছি – ম্যাঙ্গালোর (২২৮৫১) এক্সপ্রেস এবং সাঁতরাগাছি – তাম্ব্রাম অন্ত্যোদ্যান (২২৮৪১) এক্সপ্রেস।

thebengalpost.net
ফের চালু হচ্ছে খড়্গপুর হাতিয়া এক্সপ্রেস:

এদিকে, দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) চক্রধরপুর ডিভিশনে (Chakradharpur Division) কাজ চলার কারণে, আগামীকাল, ১১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। হাতিয়া – ঝাড়সুখদা – হাতিয়া মেমু এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) রাওলকেল্লা-জগদলপুর-রাওলকেল্লা এক্সপ্রেস (১৮১০৭/১৮১০৮), রাওলকেল্লা-ঝাড়সুখদা-রাওলকেল্লা (০৮১৬৭/০৮১৬৮) এবং টাটানগর-ইটায়ারি-টাটানগর (১৮১০৯/১৮১১০) এক্সপ্রেস বাতিল করা হয়েছে আগামী ১১ থেকে ১৯ জুলাই অবধি। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে আধুনিকীকরণের কাজ চলবে বলেই, এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে।