দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ সেপ্টেম্বর: তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেল খড়্গপুর ডিভিশন (Kharagpur Division)। রবিবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল (বা, ভিডিও কনফারেন্সিংয়ের) মাধ্যমে টাটা থেকে থেকে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করেন। হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। সকাল ১১টা নাগাদ হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে এসে পৌঁছয়। স্বাগত জানান, খড়্গপুরের DRM (ডিআরএম) কে.আর. চৌধুরী সহ খড়্গপুর ডিভিশনের এডিআরএম (ADRM), সিনিয়র ডিসিএম (Sr. DCM) সহ অন্যান্য আধিকারিকরা। এদিন দুপুরে খড়্গপুর ডিভিশনের উদ্যোগে খড়্গপুর স্টেশনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ‘রেল শহর’ খড়্গপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল। ডিআরএম তাদের পুরস্কৃতও করেন।

thebengalpost.net
হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, খড়গপুর ডিভিশনে এটি তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-টাটা লাইনের প্রথম। এর আগে হাওড়া-পুরী এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। দু’টি ট্রেনই খড়্গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এছাড়াও, মালদা থেকে ব্যাঙ্গালুরু যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও খড়্গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাচ্ছেন বলে জানান ডিআরএম কে.আর চৌধুরী। উল্লেখ্য যে, হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার পথে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি খড়্গপুর, টাটা এবং চক্রধরপুর স্টেশনে থামবে।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):