দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৬ মার্চ:অতিমারী কাটিয়ে ফের আজ (৬ মার্চ), রবিবার থেকে চালু হচ্ছে হাওড়া ঘাটশিলা (18033) এবং ঘাটশিলা হাওড়া (18034) মেমু এক্সপ্রেস। সকাল ১০ টা ০৫ (10.05) মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন (১৮০৩৩)-টি। ঘাটশিলা পৌঁছবে দুপুর ১ টা ৫৫ (13.55) মিনিটে। ফের ২ টা ১০ (14.10) মিনিটে ঘাটশিলা থেকে ছাড়বে ফেরত আসার ট্রেন (১৮০৩৪)। হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬ টা ১০ (18.10) মিনিটে। মাত্র ৪ ঘন্টাতেই পশ্চিমবঙ্গের হাওড়া থেকে ঝাড়খণ্ডের ঘাটশিলায় পৌঁছতে পারবেন যাত্রী তথা ভ্রমণ পিপাসুরা। মাঝখানে পাঁশকুড়া, মেচেদা, খড়্গপুর, ঝাড়গ্রামের মতো বড় স্টেশনগুলোর উপর দিয়ে যাবে এই ট্রেন।
হাওড়া-ঘাটশিলা এই মেমু এক্সপ্রেস-টি হাওড়া থেকে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া বালিচক হয়ে খড়্গপুরে পৌঁছবে বেলা দুপুর ১২ টা ১০ মিনিটে। খড়্গপুর থেকে ছাড়বে দুপুর ১২ টা ১৫ মিনিটে। খড়্গপুর থেকে আর ১ ঘন্টা ৪০ মিনিট যাত্রা করলেই, ঘাটশিলায় (বেলা, ১ টা ৫৫/13.55) পৌঁছে যাবেন যাত্রীরা। মাঝখানে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছবে ১২ টা ৫৫ মিনিটে। ফের, বেলা ২ টা ১০ মিনিটে ঘাটশিলা থেকে ছাড়ার পর এই ট্রেন ঝাড়গ্রামে পৌঁছবে বিকেল ৩ টা ০২ (15.02) মিনিটে এবং খড়্গপুরে পৌঁছবে ৩ টা ৫২ (15.52) মিনিটে। হাওড়ায় পৌঁছবে সন্ধ্যা ৬ টা ১০ (18.10) মিনিটে। তবে, এই সমস্ত বড় স্টেশনগুলি ছাড়াও এই রুটের প্রায় সমস্ত স্টেশনেই (যেমন- আন্দুল, বাউড়িয়া, কলাইকুন্ডা, খেমাশুলি প্রভৃতি) দাঁড়াবে এই মেমু এক্সপ্রেস। খুশি যাত্রীরা।