দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ এপ্রিল: মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি! বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ও মেদিনীপুর স্টেশনের মাঝে গিরি ময়দান স্টেশন সংলগ্ন রাজগ্রাম (বাঙালীপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে। জয়েন্ট তথা কাপলিং ভেঙে তেল ট্যাঙ্কার সহ মালগাড়ির ইঞ্জিন তিনটি বগি নিয়ে প্রায় ৫০০ মিটার এগিয়ে যায়! পেছনের দিকে থাকা প্রায় ৩০-৪০টি ট্যাঙ্কার ওই লাইনেই দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ ইঞ্জিনিয়ার ও কর্মীরা। প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

thebengalpost.net
মালগাড়ির কাপলিং ভেঙে বিপত্তি :

এর ফলে, আপ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে, ডাউন লাইন দিয়ে সচল রাখা হয় ট্রেন চলাচল। এই দুর্ঘটনায় কোন হতাহত কিংবা বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাময়িক সময়ের জন্য। জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যান্ত্রিক কোনো গোলযোগে এই ঘটনা ঘটে। জয়েন্ট বা কাপলিং ভেঙে তিনটি বগি নিয়ে এগিয়ে যায় ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে রেলওয়ে সূত্রে।

thebengalpost.net
জয়েন্ট ও কাপলিং খুলে যায়: