দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: আধুনিকীকরণের কাজ চলবে আদ্রা ডিভিশনে। তাই, আগামীকাল, রবিবার (১৪ আগস্ট) সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩) পুরুলিয়ার পরিবর্তে আদ্রাতেই থেমে যাবে। অন্যদিকে, পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৪) পুরুলিয়ার পরিবর্তে আদ্রা থেকে ছাড়বে। দক্ষিণ পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে শনিবার। আদ্রা ডিভিশনের আসানসোল বরাভূম (০৮৬৫২) মেমু প্যাসেঞ্জার-ও থামবে আদ্রাতে। ঠিক একইভাবে, টাটানগর আসানসোল (০৮১৭৪) মেমু প্যাসেঞ্জার আদ্রাতেই থামবে এবং উল্টোপথেও (০৮১৭৩) তা আদ্রা থেকে ছেড়ে টাটানগরের উদ্দেশ্যে রওনা দেবে।
তবে, আগামীকাল (১৪ আগস্ট), সম্পূর্ণ ভাবে বাতিল করা হয়েছে- আসানসোল পুরুলিয়া আসানসোল (০৩৫৯৪/০৩৫৯৩); আদ্রা বরাভূম-আদ্রা (০৮৬৪৭/০৮৬৪৮) এবং আসানসোল আদ্রা আসানসোল (০৮৬৪৪/০৮৬৪৩) মেমু প্যাসেঞ্জার। অন্যদিকে, খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ আগস্ট নাগপুর ডিভিশনে ইন্টারলকিং-এর কাজ চলার কারণে, শালিমার লোকমাণ্য শালিমার (১৮০৩০/১৮০২৯) এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে। এদিকে, আগামী বুধবার (১৭ আগস্ট) থেকে আদ্রা ডিভিশনে আরও ৩ জোড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল চালু হচ্ছে। এই ট্রেনগুলি হল, যথাক্রমে – আদ্রা বিষ্ণুপুর আদ্রা (০৮৬৭৪/০৮৬৭৫) মেমু প্যাসেঞ্জার, বিষ্ণুপুর ধানবাদ বাঁকুড়া (০৮৬৭৭/০৮৬৭৮) মেমু প্যাসেঞ্জার এবং বাঁকুড়া ময়নাপুর বাঁকুড়া (০৮৬৪৬/০৮৬৪৫) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।