thebengalpost.net
লাইনচ্যুত ট্রেন:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হাওড়া, ৪ জুলাই: রবিবার লাইনচ্যুত (Train Derailed) হয় একটি ট্রেন (Train)। দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে বিকেলের দিকে লাইনচ্যুত হয়ে হয়ে যায় একটি পার্সেল কার। তার জেরেই রবিবার বিকেলের পর থেকে একাধিক ট্রেন বাতিল করা হয় হাওড়া – খড়্গপুর শাখায় (Howrah Kharagpur Line)। দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, সোমবার-ও বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও, দু’টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা যায়।

thebengalpost.net
লাইনচ্যুত পার্সেল কার:

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়, হাওড়া-বালিচক (৩৮৫০১) এবং বালিচক-হাওড়া (৩৮৫০২) লোকাল; হাওড়া-পাঁশকুড়া (৩৮৪১১) লোকাল এবং পাঁশকুড়া-হাওড়া (৩৮৪২৮) লোকাল; হাওড়া – পাঁশকুড়া লোকাল (৩৮৪১৯) এবং পাঁশকুড়া – হাওড়া লোকাল- এই ৬ টি আপ ও ডাউন লোকাল বাতিল করা হয়েছে। এছাড়াও, হাওড়া – যশবন্তপুর এসি এক্সপ্রেস (২২৮৬৩) সকল ১০ টা ৫০ এর পরিবর্তে সোমবার সকাল ১১ টা ৫০-এ হাওড়া থেকে ছেড়েছে বলে জানা যায়। একইভাবে, সাঁতরাগাছি – আনন্দ বিহার টার্মিনাল এক্সপ্রেস (২২৮৫৭) সকাল ১০ টার পরিবর্তে দুপুর ১২ টায় সাঁতরাগাছি থেকে ছেড়েছে বলে জানা গেছে।

thebengalpost.net
লাইনচ্যুত ট্রেন:

thebengalpost.net
পার্সেল এক্সপ্রেস লাইনচ্যুত: