দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বিহার, ১২ অক্টোবর: উড়িষ্যার বাহানাগার পর বিহারের বক্সার। মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে (২ জুনের পর ১১ অক্টোবর) ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! বুধবার (১১ অক্টোবর) রাত্রি ৯টা ৩৫ নাগাদ বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থ ইস্ট এক্সপ্রেসের (North East Express) অন্তত ৬টি বগি। বক্সারের ডুমরাওয়ের মহকুমাশাসক কুমার পঙ্কজ গভীর রাতে (বৃহস্পতিবার/১২ অক্টোবর) সংবাদমাধ্যমকে জানান, “উদ্ধারকাজ চলছে। রাত পৌনে ১টা পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। আহত শতাধিক।” যদিও, রেলের তরফ থেকে হতাহতের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে, বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায় ৪-৫ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। আহত শতাধিক!
এদিকে, এই দুর্ঘটনার ফলে ওই লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। উত্তর রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যাগামী ১২৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক কামরা রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ দানাপুর মণ্ডলের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে উত্তর রেলওয়ে। পাটনার জন্য- 9771449971, দানাপুরের জন্য- 8905697493, সিওএমএম কন্ট্রোলের জন্য- 7759070004 এবং আরার জন্য- 8306182542 নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।
উল্লেখ্য, দিল্লি ছাড়াও এই সুপারফাস্ট এবং হেভি যাত্রীবাহী ট্রেনটি প্রতিদিন উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসমের মতো ৪-টি রাজ্য অতিক্রম করে। কানপুর, এলাহাবাদ, মুঘলসরাই, পটনা, জলপাইগুড়ির মতো প্রধান স্টেশন সহ প্রায় ২৮টি স্টপেজ রয়েছে ট্রেনটির। এটি ৩৩ ঘণ্টা ধরে প্রায় ১,৮৫৬ কিমি দূরত্ব অতিক্রম করে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল। উদ্ধারকাজের সাথে সাথে ঘটনার তদন্তও শুরু করা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালের আপডেট: অন্তত ২১টি বগি লাইনচ্যুত হয় শেষ পর্যন্ত। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে একাধিক জায়গায়। ফলে এই দুর্ঘটনার নেপথ্যে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…