দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, জলপাইগুড়ি, ১৭ জুন: করমন্ডল দুর্ঘটনার (২০২৩-র ২ জুন) ঠিক এক বছরের মাথায় ফের ভয়াবহ রেল দুর্ঘটনা! পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ২৫-৩০ জন। জানা গেছে, মুষলধারে বৃষ্টি চলছে সোমবার সকাল থেকে। তার মধ্যেই, নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) তথা শিলিগুড়ি থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার (১৭ জুন) সকাল পৌনে ন’টা নাগাদ নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে হঠাৎ করেই পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে! সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দু’টি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় কামরাগুলি। ভেতর থেকে শোনা যায় শুধুই আর্তনাদ! যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন।

thebengalpost.net
ভয়াবহ রেল দুর্ঘটনা:

ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন, “কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। ৫ জনের (বেড়ে হয়েছে ৬) মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৩০ জন আহত। সংখ্যা আরও বাড়তে পারে। গ্যাসকাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ী ভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে। আহতদের অবস্থা স্থিতিশীল।” মালগাড়ির লোকো পাইলট সহ ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রের খবর।

thebengalpost.net
ঘটনাস্থলে উত্তেজনা:

উল্লেখ্য যে, ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বর সংলগ্ন বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমন্ডল এক্সপ্রেস। করমন্ডলের এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ি এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কা লাগে। ২৮৯ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠলো সারা দেশ! যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশবাসী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ঘটনার তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, জলপাইগুড়ির পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দফতর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মালগাড়ির চালকের দোষেই দুর্ঘটনা! তিনি সিগন্যাল লক্ষ্য করেননি বলেই দাবি যাত্রীদের। যদিও, প্রতিকূল আবহাওয়ার কারণেও এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

thebengalpost.net
ভয়াবহ দুর্ঘটনা: