দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ‘ভয়াবহ’ আইইডি বিস্ফোরণ কাণ্ডে জড়িয়ে গেল মেদিনীপুরের (অখন্ড মেদিনীপুর) নাম! ঘটনার প্রায় দেড় মাস পর বিস্ফোরণ-কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ মুসাভির হোসেন সাজিব এবং আব্দুল মতন ত্বহা নামে দুই জঙ্গীকে পূর্ব মেদিনীপুরের দীঘার একটি হোটেল থেকে গ্রেপ্তার করল এনআইএ (NIA)। যৌথ অভিযানে এনআইএ-কে যোগ্য সঙ্গত করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও। শুক্রবার কাকভোরে ‘সৈকত সুন্দরী’ দীঘার একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে তদন্তকারীদের একটি সূত্রে জানা গেছে। বছর ৩০-র ধৃত এই দুই জঙ্গিই কর্নাটকের শিবামগ্গা জেলার তীর্থাহল্লি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এর আগে এই ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত মুজ়াম্মিল শরিফকে গ্রেফতার করেছিল NIA।

thebengalpost.net
রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই জঙ্গি:

NIA সূত্রে এও জানা গিয়েছে, আব্দুল মতিন ত্বহা পেশায় একজন তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার (IT Engineer)। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল সে। নিজেকে ভিগনেশ বলে পরিচয় দিয়েছিল ত্বহা। অন্যদিকে, সাজিবেরও বয়স ৩০ বছর। বরাবরই জিন্স-টি শার্ট পরে সে। হাতে সর্বদা থাকে কালো স্মার্ট ওয়াচ। যা তাকে পাকড়াও করার ক্ষেত্রে বড় অস্ত্র হয়েছে তদন্তকারীদের। দু’জনের মাথার উপর ১০ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করেছিল NIA। প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার মূল চক্রী এই দু’জন বলে তদন্তকারীদের দাবি। ভয়াবহ ওই নাশকতায় কমপক্ষে ১০ জন আহত হয়েছিলেন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে।

thebengalpost.net
ধৃত দুই জঙ্গি:

বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা-র সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগকেও সতর্ক করে দেওয়া হয়েছিল NIA-র তরফে। অবশেষে ঘটনার প্রায় দেড় মাস পর পশ্চিমবঙ্গ পুলিশ তথা পূর্ব মেদিনীপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে এই দুই জঙ্গিকে গ্রেপ্তার করে এনআইএ। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানান, “যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। আমাদের কাছে ইনফরমেশন আসার দু’ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি বিস্তারিত বিষয় তদন্তকারী এজেন্সি (NIA) বলবে।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, দীঘায় আসার আগে গত ১৩ মার্চ খোদ কলকাতার লেনিন সরণির একটি হোটেলে ‘ভুয়ো পরিচয়পত্র’ দিয়ে এই দুই দুষ্কৃতী রাত কাটিয়েছিল বলে তদন্ত সূত্রে উঠে এসেছে। ১৪ মার্চ তারা ওই হোটেল থেকে চেক আউট করে।

thebengalpost.net
পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য: