thebengalpost.net
ফুটবল জাগলার মনোজ :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। তবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। হয়েছেন ‘ফুটবল জাগলার’। মন প্রাণ দিয়ে তাই জাগলার হিসেবেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সম্প্রতি, তাঁর কাছে এল আরেকটি বিশ্বরেকর্ডের স্বীকৃতি! পূর্ব মেদিনীপুরের রাতুলিয়ার বাসিন্দা মনোজ মিশ্র। পেশায় জাগলার এই ফুটবল শিল্পী বিশ্বরেকর্ড গড়লেন মাথায় ফুটবল ব্যালেন্স করে একটানা ৫১ কিলোমিটার ৪৩৫ মিটার সাইকেল চালিয়ে। ২০২০ সালের ২২ নভেম্বর সাইকেল চালান হলদিয়ার ক্ষুদিরামনগরের রাস্তায়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয় সংস্কৃতি চক্র ক্লাব। প্রায় দেড়’বছর বাদে তাঁর এই অসামান্য কীর্তির স্বীকৃতি দিল জার্মানির ‘অল্টারনেটিভ বুক অফ রেকর্ডস’। মনোজের পরবর্তী লক্ষ্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness World Records)।

thebengalpost.net
ফুটবল জাগলার মনোজ মিশ্র:

প্রসঙ্গত, মাথায় ফুটবল নিয়ে মাত্র ১৩ কিলোমিটার ৭৪ মিটার সাইকেল চালিয়ে এর আগে বিশ্বরেকর্ড করেছিলেন বাংলাদেশের আবদুল হালিম। সেই রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়লেন মনোজ। অল্টারনেটিভ বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়ে, ইতিমধ্যে ১৭ টি বিশ্বরেকর্ড গড়লেন মনোজ। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। জানালেন, “চেয়েছিলাম ফুটবলার হতে। কিন্তু, অভাব আর চোটের জন্য বেশিদূর এগোতে পারিনি। কিন্তু, ফুটবলটা ছাড়তে পারিনি। তাই এভাবেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি।”