দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: আগামীকাল (১৬ ফেব্রুয়ারি)-ই জেলা সদর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠে সরকারি সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ, বুধবার, বিকেল ৩টা-সাড়ে ৩টা নাগাদই তিনি হেলিকপ্টারে করে পৌঁছে যাবেন মেদিনীপুর শহরে। রাতে থাকবেন সার্কিট হাউসে। জানা গেছে প্রশাসনের একটি সূত্রে। এও জানা গেছে, আগামীকাল (বৃহস্পতিবার) মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠের সভা থেকে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে সরকারি পরিষেবা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। আর তা ঘিরেই আজ, বুধবার মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে টানটান উত্তেজনা। এদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী জঙ্গলমহল শালবনীতে রেল ও ৬০ নং জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে ভারত জাকাত মাঝি পারগানা মহল। সংগঠনের মেদিনীপুর সদর তল্লাটের পারগানা বাবা স্বপন মাণ্ডির ডাকে এই অবরোধ কর্মসূচি শুরু করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ অবরোধ কর্মসূচি শুরু করেন সংগঠনের সদস্যরা। শিক্ষার স্বার্থে এই কর্মসূচি, তাই যোগ দিয়েছে স্কুল পড়ুয়ারাও! তার আগে, বুধবার সকাল থেকে দফাই দফায় পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয় সংগঠনের নেতৃত্বদের। তবে, পুলিশ প্রশাসনের তরফে কোনরকম প্রতিশ্রুতি না মেলায়, তাঁরা পূর্ব ঘোষণা অনুযায়ী নিজেদের কর্মসূচি শুরু করেছেন বলে জানিয়েছেন সংগঠনের শালবনী নেতৃত্বের তরফে দশরথ হাঁসদা।
উল্লেখ্য যে, সাঁওতালি শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে, যথা- অলচিকি ভাষার স্থায়ী শিক্ষক নিয়োগ না করা, প্রাথমিক বিদ্যালয়ের অনুমোদন এবং শিক্ষক থাকা সত্ত্বেও শিশুদের ভর্তি না নেওয়া, হোস্টেল গ্র্যান্ড না দেওয়া প্রভৃতির প্রতিবাদে এবং বন্ধ হয়ে যাওয়া হোস্টেল পুনরায় চালু করার দাবিতে তাদের অনির্দিষ্টকালীন রেল ও জাতীয় সড়ক ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন দিন কয়েক আগেই। তবে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর সফর ঘিরে গত এক সপ্তাহ ধরেই তটস্থ জেলা পুলিশ ও প্রশাসন, তাই যেভাবে হোক ওই সংগঠনের ডাকা কর্মসূচি প্রত্যাহার করানোর চেষ্টা চালানো হয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। বুধবার সকালেও ডিএসপি অপারেশন দুর্লভ সরকার সহ শালবনী থানার পুলিশ আধিকারিকরা দফায় দফায় নেতৃত্বে সঙ্গে আলোচনা করেন বলে জানা যায়। তবে, সংগঠনের তরফে জানানো হয়েছে, দাবি পূরণের বিষয়ে সঠিকভাবে কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি! তাই, নিজেদের কর্মসূচি পালনেই অনড় থেকেছেন তাঁরা। (আপডেট: দফায় দফায় আলোচনার পর সন্ধ্যা ৭টা নাগাদ উঠে যায় অবরোধ।)
এদিকে, আজই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তাই সাজো সাজো রব মেদিনীপুর শহরের কলেজ ও কলিজিয়েট মাঠে। প্রায় ৫ মাস আগেই খড়্গপুর শিল্পতালুকে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তার ২-৩ তিন মাস আগে মেদিনীপুর শহরে প্রশাসনিক সভা ও জনসভা করে গিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! বৃহস্পতিবার মেদিনীপুরে সরকারি সভা করার পর তিনি হেলিকপ্টারে করেই উড়ে যাবেন পুরুলিয়াতে। সেখানে সভা করার পর, শুক্রবার বাঁকুড়ায় সভা করবেন। তারপর ফিরে যাবেন কলকাতার উদ্দেশ্যে। জানা গেছে, প্রায় ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ছাড়াও আট মাস আগে ঘাটালের বীরসিংহ গ্রামে ‘বর্ণপরিচয়’ তোরণের যে কাজ তিনি দিয়েছিলেন তারও হাল হকিকত খতিয়ে দেখবেন।কারণ, বীরসিংহ গ্রামের বর্ণপরিচয় তোরণ এবং বীরসিংহ গেটের জন্য তিনি এক কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। এছাড়াও, মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বীরসিংহ গ্রামে ঢোকার মুখে ঘাটাল চন্দ্রকোনা সড়কের ধারে সিংহ ভাঙ্গায় বর্ণপরিচয় গেট এবং বীরসিংহ গেট তৈরির কথাও তিনি দিয়ে গেছেন সেগুলোরও কাজ কি কতটা হলো তারও তিনি খবর নেবেন জেলা প্রশাসন আধিকারিকদের কাছ থেকে। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “বাংলার জনমানষে সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নতুন নতুন ৫০০টি রাস্তা, জল সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন এই মঞ্চ থেকে। জেলা তথা বাংলার মানুষ তাকিয়ে আছে সেই দিকে।” অবশ্য কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “আসলে মুখ্যমন্ত্রী ভেট দিয়ে ভোট কিনতে আসছেন!”
(আপডেট: বিকেলে ৩টে ৪০ নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…