দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: সাঁওতালি ভাষার ছাত্র-ছাত্রীরা আছে। তাদের মধ্যে কয়েকজন এবার মাধ্যমিকও দেবে। তবে, নেই স্থায়ী শিক্ষক। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকের মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ (উঃমাঃ)- এর। মঙ্গলবার তাই স্কুল খোলার আগেই স্কুলে তালা লাগিয়ে আন্দোলন সংগঠিত হল সর্বভারতীয় আদিবাসী সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’- এর পক্ষ থেকে। সেই আন্দোলনে পরে যোগ দেয় বিদ্যালয়ের সাঁওতালি মাধ্যমের ৩০ জন‌ পড়ুয়া (৪ জন এবার মাধ্যমিক দেবে)। ২০১৭ সালে এই স্কুলে সাঁওতালি মাধ্যম ছাড়পত্র পেয়েছে। অভিযোগ, তার পর থেকে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। নেই পরিকাঠামো। দশম শ্রেণীর ছাত্রী মৌমিতা মুর্মু অভিযোগ করেন, “আমরা মাধ্যমিক দেব। অথচ শিক্ষক নেই। আমরা পরীক্ষা দেব কি করে?”

thebengalpost.net
স্কুলে তালা লাগিয়ে আন্দোলন:

সংগঠনের পক্ষে উপস্থিত নেতৃত্ব সূর্যকান্ত মুর্মু ছাড়াও রবি মুর্মু, ভরত হেমব্রম, রবীন সরেন, মেঘনাথ টুডু, সুশান্ত মুর্মু প্রমুখ বলেন, “মাতৃভাষা সাঁওতালির অলচিকি লিপিতে আদিবাসী ছাত্র-ছাত্রীদের পঠনপাঠনের জন্য সাঁওতালি মিডিয়ামে স্থায়ী শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামো গড়ে তোলার দাবিতে এবং শিক্ষক নিয়োগে টালবাহানার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।” এদিকে, আজ, বুধবারও প্রায় একই দাবিতে ডাক দেওয়া হয়েছে পথ অবরোধের। সাঁওতালি মাধ্যম স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পৃথক সাঁওতালি বোর্ড গঠন, করা সহ একাধিক দাবিতে আজ (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলের জেলাগুলোতে বিভিন্ন স্থানে পথ অবরোধের ডাক দিয়েছে ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’। সাঁওতালি মাধ্যম স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ, আরও বেশি সংখ্যায় সাঁওতালি মাধ্যম স্কুল তৈরি, বন্ধ হয়ে যাওয়া সাঁওতালি হস্টেল গুলি চালু করা, পশ্চিমবঙ্গে ‘বন আইন ২০০৬’ লাগু করা, অবৈধভাবে তফসিলি উপজাতির শংসাপত্র প্রদান না করা ইত্যাদি দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় পথ অবরোধ কর্মসূচি শুরুও হয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

thebengalpost.net
দাঁতনের স্কুলে আন্দোলন: