thebengalpost.net
হাতে পোড়া রুটি নিয়ে আন্দোলনে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৮ জুলাই: পার্থ-প্রিয়া অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নগদ ৫০ কোটি ছাড়াও মিলেছে কোটি কোটি টাকার সোনাদানা, হীরে জহরত, জমির দলিল সহ আরও প্রায় ২০-৩০ কোটি টাকার সম্পত্তি। আর, অর্পিতা স্পষ্ট জানিয়েছেন, সমস্ত সম্পত্তির মালিক পার্থ-ই! চাকরিপ্রার্থীদের দাবি, যোগ্য দের বঞ্চিত করে রাজ্যজুড়ে কোটি কোটি টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়ে সম্পত্তি করেছেন সদ্য ‘বরখাস্ত’ হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরে বৃহস্পতিবারে তাই ফের একবার পথে নামলেন ২০১৪ প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড হাজারখানেক চাকরিপ্রার্থী। স্লোগান তুললেন, ‘মন্ত্রী (প্রাক্তন)’র ঘরে কোটি কোটি/ আমাদের ভাগে পোড়া রুটি!’ আর কতদিন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ধাপে ধাপে ২০ হাজার যোগ্য টেট পাস প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। বাস্তবে, ১৬ হাজার ৫০০’র নাম করে মাত্র ১০ হাজার চাকরিপ্রার্থী-কে নিয়োগ করে, বঞ্চিত করা হয়েছে বাকি ১০ হাজার টেট পাস প্রশিক্ষিতদের। তাঁদের আরও দাবি, এই ১০ হাজার নিয়োগ হওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে অর্ধেকেরও বেশি ‘ভুয়ো’ প্রার্থী বাঁকুড়ার রাজীব কুমার দীক্ষিতের মতো! তাই, অবিলম্বে সমস্ত নট ইনক্লুডেডদের নিয়োগের দাবি তুললেন আন্দোলনকারীরা।

thebengalpost.net
রাজপথে মিছিল:

শুক্রবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় হাজারখানেক চাকরিপ্রার্থী বিক্ষোভ মিছিল করে অবরোধ বিক্ষোভ শুরু করলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে। আছড়ে পড়ে মুহুর্মুহু স্লোগানের ঢেউ। হাতে ‘পোড়া রুটি’ নিয়ে স্লোগান তোলেন চাকরিপ্রার্থীরা- এক বান্ধবীর ঘরে শুধু একশো কোটি/ আমরা এখনও রাজপথে হাতে নিয়ে ছেঁড়ারুটি! এদিকে, শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট মোড় এলাকাতে অবরোধে দীর্ঘ যানজট সমস্যা তৈরি হয়। সংগঠনের দাবি- ২০১৪ সালের টেট পাস করে ইন্টারভিউ দিয়েও ইনক্লুডেড বা প্যানেলে যুক্ত হননি তাঁরা! গত দেড় বছর ধরে আন্দোলন চালালেও ভ্রুক্ষেপ করেনি পার্থ-মানিকের ‘দুর্নীতিগ্রস্ত’ পর্ষদ। তাই, সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ড সামনে আসতে তাঁদের আন্দোলনের মাত্রা আরও বাড়ালেন চাকরিপ্রার্থীরা। দাবি, অবিলম্বে দুর্নীতিতে জড়িতদের শাস্তি দিতে হবে, সেইসঙ্গে নিয়োগ করতে হবে সমস্ত নট ইনক্লুডেডদের।

thebengalpost.net
হাতে পোড়া রুটি নিয়ে আন্দোলনে :