দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৫ মে: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি! দিলীপ ঘোষের সঙ্গে যেন লাগতে না আসে।” এবার, খড়্গপুর থেকে কুড়মিদের চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, তফশিলি উপজাতি বা ST সম্প্রদায় ভুক্ত হওয়ার লড়াইতে কুড়মিরা তৈরি করেছেন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। সেই কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জঙ্গলমহল তথা কুড়মি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক প্রচারে যাওয়া নেতা-নেত্রীদের কাছে কুড়মিরা ‘ঘাঘর ঘেরা’ করে জবাবদিহি করা শুরু করেছেন- ‘তাদের জন্য ওই নেতা-নেত্রী কি করেছেন?’ রবিবার ঝাড়গ্রাম জেলার লালগড় সংলগ্ন বামাল এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তাঁকেও ‘ঘাঘর ঘেরা’ করেন কুড়মিরা। তাঁদের এই সামাজিক আন্দোলনের জন্য তিনি (দিলীপ ঘোষ) কি করেছেন, জানতে চাওয়া হয়। দিলীপ মন্তব্য করেন, “ওখানে (খেমাশুলিতে ) যারা আন্দোলন করছিল, তাদের আমি চাল, ডাল পাঠিয়ে সাহায্য করেছি!” এরপরই, ক্ষুব্ধ কুড়মি আন্দোলনকারীরা পাল্টা দিলীপ-কে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কাকে চাল, ডাল দিয়েছেন ২৪ ঘন্টার মধ্যে জানাতে না পারলে, আপনাকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করা হবে।”

thebengalpost.net
লালগড়ের বামালে দিলীপ ঘোষ:

এরপরই, রবিবার সাতসকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, “”ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি! দিলীপ ঘোষের সঙ্গে যেন লাগতে না আসে। দরকার হলে শ্রীকান্ত মাহাত সহ ওদের সম্প্রদায়ের যেসব MLA-MP আছে, তাদের পদত্যাগ করতে বলুক! আমি কুড়মিদের সঙ্গে আছি, থাকব। আমার এলাকায় যারা আন্দোলন করেছে আমি তাদের সহযোগিতা করেছি। দরকার হলে তাদের নামধাম আমি মিডিয়ার সামনে বলব।” তিনি এও জানান, কুড়মিদের ST করার বিষয়টি সরকারি বিষয়, সাংবিধানিক বিষয়। অন্যদিকে, দিলীপের এই মন্তব্যের পরই কুড়মিদের তরফে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’র সদস্য সুমন মাহাতো বলেছেন, “দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করছি। এখনও ২৪ ঘন্টা সময় দিচ্ছি। কাকে বা কাদের উনি চাল, ডাল দিয়েছেন জানান। নাহলে আমরা ওনাকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করব। আর, কে পদত্যাগ করবে, না করবে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকলে, আমাদের কেন্দ্রীয় কমিটি নেবে।”