দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: শিক্ষক নেই। গত দশ বছরে উঠে গেছে প্রায় সাত-আট হাজার স্কুল। জঙ্গলমহল পুরুলিয়াতে আবার শিক্ষক সঙ্কট এমন-ই ভয়াবহ যে, প্রাথমিকের শিক্ষকদের পাঠানো হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষা দপ্তরের সাম্প্রতিক এই সিদ্ধান্ত নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’র সাফাই, “এই সিদ্ধান্ত সাময়িক!” মানতে রাজি নন, প্রশিক্ষণপ্রাপ্ত এসএসসি (School Service Commission) চাকরি প্রার্থীরা। তাঁদের মতে, গত দশ বছরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রতি বছর SSC তো দূরের কথা, দশ বছরে মাত্র দু’বার পরীক্ষা হয়েছে। তাও আবার দুর্নীতিতে ভরা সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে মামলার পাহাড়। এমনকি চলছে সিবিআই তদন্ত-ও। স্বাভাবিকভাবেই, ২০১৪ সালের পর, প্রায় ৮ বছর হয়ে গেল নতুন বিজ্ঞপ্তি (Notification) বা পরীক্ষা’র দেখ নেই! তাই, গত কয়েক বছরে যে কয়েক লক্ষ মেধাবী ছাত্র-ছাত্রী বি.এড-ডি.এল.এড পাস করে, SSC’র জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের অবস্থা মারাত্মক! কারণ, স্কুল সার্ভিস কমিশনের কোনো অস্তিত্ব বা সক্রিয়তা তাঁদের কাছে নেই। এসএসসি দপ্তর তাঁদের কাছে মৃত!
হতাশাগ্রস্ত এই সকল ছাত্র-ছাত্রী অর্থাৎ চাকরি প্রার্থী বেকার যুবক-যুবতীরা তাই রাজপথে আন্দোলনে নেমেছেন। মঙ্গলবার জেলা শহর মেদিনীপুরে তাঁদের দেখা গেল, স্কুল সার্ভিস কমিশনের ‘প্রতীকী মৃতদেহ’ কাঁধে করে স্লোগান দিতে- “বেঁচে ওঠো এসএসসি/ অবিলম্বে জারি কর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি!” এরপর, এসএসসি’র (প্রতীকী) মৃতদেহ তাঁরা দাহ করলেন। বেনজির এই আন্দোলনে হতবাক শহরবাসীও। দ্রুত নতুন স্কুল সার্ভিস পরীক্ষার নোটিফিকেশন এবং রাজ্যের স্কুলগুলোতে অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রচেষ্টা রুখে দিয়ে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট এসোসিয়েশন (West Bengal SLST Candidate Association)। জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান-বিক্ষোভের আগে একটি প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে। স্কুল সার্ভিস কমিশনের ‘অকাল প্রয়াণ’ ঘটেছে, এই দাবি করে, মৃতদেহ কাঁধে ‘বল হরি, হরি বল’ স্লোগান দিয়ে মেদিনীপুর শহরে মিছিল করল পশ্চিমবঙ্গ SLST ক্যান্ডিডেট এসোসিয়েশন।
শুধু মৃতদেহ নিয়ে মিছিল নয়, SSC মৃতদেহ জেলাশাসক দপ্তরের বাইরে দাহ করা হয়। সংগ্রহ করা হয় চিতাভস্ম। আগামীকাল তা গঙ্গায় ভাসানোর সিদ্ধান্ত নিল, সংগঠনের সদস্যরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের বাইরে কালেক্টরেট চত্বরে এমনই অভিনব আন্দোলনের দৃশ্য উঠে এলো। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ ৮ বছর SSC’র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, দীর্ঘ ৬ বছর পরীক্ষা হয়নি। শিক্ষিত বেকার হওয়ার জ্বালা যন্ত্রনা কি, তা আমাদের থেকে আর বেশি কেউ বুঝবে না! তাই, অবিলম্বে SSC পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে, এসএসসি পরীক্ষার্থীদের সংগঠন ওয়েস্টবেঙ্গল SLST ক্যান্ডিডেট এসোসিয়েশনের তরফে এদিনের অবস্থান বিক্ষোভ ও জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…