দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মার্চ: “মুখ্যমন্ত্রী উন্নয়ন করছেন। সেই উন্নয়নের সঙ্গে থাকতে চাই। যদি তিনি আমাকে সুযোগ দেন, তবে কৃতজ্ঞ থাকব।” রীতিমতো সাংবাদিক ডেকে ‘উন্নয়ন’ এর সঙ্গে থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন সারা রাজ্যের মধ্যে সর্বাধিক ব্যবধানে জয়ী কাউন্সিলর CPI এর নার্গিস পারভিন। স্বাভাবিকভাবেই, এই ‘অপমান’ মেনে নেয়নি তাঁর দল সিপিআই (CPI)। বিবৃতি দিয়ে রবিবার জানিয়েছে, “খড়্গপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে দলের নির্বাচনী প্রতীকে জনগণের বিপুল সমর্থনে নার্গিস পারভিন বিপুল ভোটে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর ক্ষমতা ও আর্থিক লোভের কারণে প্রলোভিত হয়ে দলবিরোধী অবস্থান নিয়েছেন, যা দল কোনও ভাবেই সমর্থন করে না। তাঁর এই মানসিকতা ও সাম্প্রতিক বিবৃতি দলের নজরে এসেছে এবং এই অবস্থানের তীব্র নিন্দা করছে।” সিপিআইয়ের খড়্গপুর শহরের পূর্ব আঞ্চলিক পরিষদের নেতা প্রবীর গুপ্ত এও জানিয়েছেন, নার্গিসকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

thebengalpost.net
নার্গিস পারভিন (Nargish Parveen) :

প্রসঙ্গত, রেকর্ড ৫২১৭ ভোটে জয়ী হয়েছিলেন নার্গিস। হারিয়েছিলেন খড়্গপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শেখ হানিফের স্ত্রী মুমতাজ কুদ্দুসিকে। অবশ্য, এর আগের পৌরসভা নির্বাচনে, হানিফও সি পি আই এর প্রতীকেই জয়ী হয়েছিলেন। পরে, শাসকদলের চাপে তৃণমূলে গিয়ে পেয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ। এবারও, বাম প্রার্থী নার্গিস তাঁর পূর্বসূরীকেই যেন অনুসরণ করলেন! তবে, এবার আর কোনো চাপ নয়। স্ব-ইচ্ছায় শাসকদলের উন্নয়নের সঙ্গী হতে চেয়েছেন নার্গিস। আর, নার্গিসকে মেনে নিতে নারাজ শেখ হানিফ। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “তৃণমূলের কাউকে প্রয়োজন নেই। উনি যে দলের হয়ে ভোট চেয়েছিলেন, সেই দলে থেকেই উন্নয়ন করুন না!” এনিয়ে, নার্গিসের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, স্ত্রীর পাশে দাঁড়িয়ে সিপিআইয়ের লোকাল কমিটির সম্পাদক শেখ সাইজাদের বক্তব্য, “ওই ওয়ার্ডে ১২ হাজারের বেশি ভোটার। বড় এলাকা। তাই উন্নয়নের জন্য শাসকদলের সঙ্গে থাকলে কাজ করানো যাবে। তাই আমার স্ত্রী সিপিআইয়ের প্রতীকে জিতলেও তৃণমূলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূলের জেলা সভাপতির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। বোর্ড গঠনের পর বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। তারই মধ্যে আজ জানতে পেরেছি নার্গিসকে বহিষ্কার করেছে দল।” এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “নার্গিসের আবেদন রাজ্য নেতৃত্ব-কে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের তরফে সবুজ সংকেত এলেই তাঁকে দলে নেওয়া হবে।”