দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ মার্চ: “১২ জানুয়ারি আমার বাড়িতে একটা ঘটনা ঘটে। ইডি অভিযান চালায়। ৫২ দিন হয়ে গেল। দল আমার পাশে নেই। আমাকে বা আমার পরিবারকে ফোন করেনি। এর পেছনে আমার দলের কেউ কেউ আছে। অবাক হয়ে গেলাম আজ কুণাল ঘোষ যখন আমাকে বোঝাতে এসেছিল; আমার সামনেই শোকজ হল! যাদের শোকজ বা সাসপেন্ড হওয়ার কথা তারা বহাল তবিয়তে রয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় আমার বাড়িতে ইডি অভিযানের কথা বলতে পারতেন। বলেননি! কিন্তু, উনি শাহজাহানের কথা বললেন। আমি আহত হলাম।” তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে, সাংবাদিকদের কাছে একরাশ ক্ষোভ প্রকাশ করে এক নিঃশ্বাসে এই কথা গুলোই বললেন বরানগরের ‘সদ্য প্রাক্তন’ তৃণমূল বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। কিছুক্ষণ আগেই বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।
বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় জানিয়েছেন, “যেখানেই হাত পড়ছে শুধু দুর্নীতি আর দুর্নীতি! তার সঙ্গে সন্দেশখালির ঘটনা আমাকে নাড়া দিয়েছে। গভীরভাবে তাড়িত হয়েছি আমি। অথচ দল শাহজাহানের পাশে আছে। আমার পাশে নেই! তাই আমার মনে হয়েছে তৃণমূল দল আমার জন্য নয়।” সূত্রের খবর অনুযায়ী, উত্তর কলকাতার সুদীপ-বিরোধী এই নেতা আগামী ৭ মার্চ বিজেপিতে যোগদান করে; উত্তর কলকাতা আসন থেকে বিজেপি প্রার্থী হতে পারেন। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-ই যে তাঁর প্রধান শত্রু তা জানাতে দ্বিধা করেননি তাপস। সুদীপের প্ররোচনাতেই তাঁর বাড়িতে ইডি অভিযান হয়েছিল বলেও মনে করেন তাপস। এদিন তাপস রায় বলেন, “৫২ দিন আমি মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার স্ত্রী, কন্যাও ডাক পায়নি। উনি সকলের পাশে দাঁড়িয়ে যান। আমিও আশা করেছিলাম ক্রিয়েটেড ইডি রেডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কিন্তু তা হয়নি।”