দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ নভেম্বর: কৃষক আন্দোলনের চাপে নতিস্বীকার করেছে কেন্দ্রের মোদী সরকার! বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করা হয়েছে। প্রথম থেকেই এই কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। স্বভাবতই তারা খুশি মোদীজির নতিস্বীকারে! তবে, এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে মোদী সরকারের প্রধান বিরোধী হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই, ‘কৃষি বিল’ ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের জমি আরও শক্তপোক্ত করতে বদ্ধপরিকর তারা। এ রাজ্যেও আসন্ন পৌরসভা নির্বাচনের আগে তাই কৃষকদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচি পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস! বৃহস্পতিবার মেদিনীপুর শহরে যেমন নজর কাড়ল ১০০-র বেশি ট্রাক্টর নিয়ে মহামিছিল। মিছিলের উদ্দেশ্য, কৃষকদের কুর্নিশ‌ জানানো এবং কৃষি আইন প্রত্যাহারের পরবর্তী প্রক্রিয়া শুরু করার দাবি তুলে ধরা। এর সঙ্গে, শতাধিক কৃষকের মৃত্যু বা ‘হত্যা’র তদন্ত করার দাবিও উঠলো!

thebengalpost.net
মেদিনীপুরে ট্রাক্টর মিছিল :

সবমিলিয়ে বৃহস্পতিবার বিকেলে শতাধিক ট্রাক্টর নিয়ে এক নজরকাড়া মিছিল অনুষ্ঠিত হল মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। একশোর বেশি ট্রাক্টর নিয়ে মেদিনীপুর সদরের জামতলা থেকে কেরানীচটি অবধি প্রায় ১৫ কিলোমিটার রাস্তা মিছিল করল তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। উপস্থিত ছিলেন, খড়্গপুর গ্রামীণের বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান দীনেন রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক গোপাল সাহা, ব্লক সভাপতি মুকুল সামন্ত, অঞ্চল সভাপতি শ্রাবন্তী মন্ডল প্রমুখরা। দীনেন বললেন, “কৃষকদের সমবেত আন্দোলনের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। তাই তাঁদের কুর্নিশ জানিয়ে এই মিছিল। তবে, শতাধিক কৃষককে হত্যা করেছে বিজেপি। তার উপযুক্ত তদন্ত চাই! অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের পরবর্তী প্রক্রিয়াও শুরু করা হোক।”

thebengalpost.net
শতাধিক ট্রাক্টর নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের :