Politics

Midnapore: পার্থ-চাপের মুখে একাধিক জেলা সভাপতিকে সরানো হল! পশ্চিম মেদিনীপুরে থাকছেন সুজয়-আশিস’ই, সমন্বয়ে অজিত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে তৃণমূল পঞ্চায়েত লড়বে সুজয় হাজরা আর আশিস হুদাইতের নেতৃত্বেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুযায়ী, দুই সাংগঠনিক জেলার মধ্যে সমন্বয় রক্ষা (কো-অর্ডিনেটর) করবেন যথারীতি অজিত মাইতি। প্রসঙ্গত উল্লেখ্য, পার্থ-অস্বস্তির মধ্যেই, আজ, সোমবার (১ আগস্ট), নতুন করে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা গেল, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন এই তৃণমূল কংগ্রেস প্রায় অর্ধেকের কাছাকাছি জেলা সভাপতিকে বদলে দিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁদের মধ্যে অনেকেই পার্থ-ঘনিষ্ঠ ছিলেন। অনেকের বিরুদ্ধে আবার নানা অভিযোগ ছিল। তবে, পশ্চিম মেদিনীপুর জেলা সংগঠনে কোনো পরিবর্তন করা হয়নি! যদিও, বদলে দেওয়া হয়েছে পাশের জেলা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে।

মেদিনীপুরের সভাপতি (সুজয় হাজরা) ও চেয়ারম্যান (দীনেন রায়):

আশিস হুদাইত (ঘাটালের সভাপতি) :

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গেছে চব্বিশ পরগণা, নদীয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরের, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় সভাপতি ও চেয়ারম্যান বদল করা হয়েছে। তবে, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সংগঠনের দায়িত্বে (সভাপতি) থাকছেন সুজয় হাজরা-ই। চেয়ারম্যান যথারীতি দীনেন রায়। অন্যদিকে, ঘাটাল সংগঠনেও সভাপতি ও চেয়ারম্যান থাকছেন যথারীতি আশিস হুদাইত এবং অমল পন্ডা-ই। অপরদিকে, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা (মে মাসে মেদিনীপুরের সভা থেকে) অনুযায়ী অজিত মাইতি-কে কো-অর্ডিনেটর হিসেবে অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হল। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলায় নতুন জেলা সভাপতি হয়েছেন দুলাল মুর্মু। চেয়ারম্যান থাকছেন বীরবাহা সরেন টুডু-ই। সরানো হল দেবনাথ হাঁসদা-কে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সভাপতি করা হয়েছে মন্ত্রী সৌমেন মহাপাত্র-কে। তিনি আগে চেয়ারম্যান ছিলেন। নতুন ঘোষণা অনুযায়ী দায়িত্ব বাড়ানো হল সৌমেনের। নতুন চেয়ারম্যান হলেন পীযূষ ভুঁইয়া। কাঁথি’তে চেয়ারম্যান ছিলেন অখিল গিরি। তাঁকে সরানো হয়েছে। এদিকে, পুনরায় মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সুজয় হাজরা জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলেই, দ্রুত জেলা কমিটি ও ব্লক কমিটিও ঘোষণা করা হবে। তারপরই পঞ্চায়েত নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বেন কর্মীরা। যদিও, দলের পূর্ব ঘোষণা মেনে, ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত প্রতিটি বুথে একাধিক কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে রবিবারের (৩১ জুলাই) কোর কমিটির বৈঠক থেকে।

অজিত মাইতি (কো-অর্ডিনেটর) :

পরিবর্তন একাধিক জেলায়:

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

17 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

19 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago