দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারেনা। প্রকৃত শিক্ষার অভাবেই অন্ধকারে ডুবে থাকে দেশ। সেই ‘শিক্ষা’-কেই আন্দোলনের হাতিয়ার করে সিপিআইএমের সর্বভারতীয় ছাত্র সংগঠন এস এফ আই (SFI- Students’ Federation of India) সারা দেশ জুড়ে ২৫০০ কিলোমিটার পদযাত্রায় বেরিয়েছে। যা ‘সর্বভারতীয় জাঠা’ নামাঙ্কিত। যার স্লোগান- “ক্লাস রুমে বিভাজন নয়, শিক্ষার পাঠক্রমে মৌলবাদী ও সাম্প্রদায়িক বিষয়বস্তু নয়, হোক বৈজ্ঞানিক পাঠক্রম, সর্বোপরি শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও।” “টাকা যার শিক্ষা তার” এই নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে এসএফআই-এর তরফে। আর, এই স্লোগান নিয়েই সর্বভারতীয় জাঠা রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় ১২০ কিমি পথ অতিক্রম সহ আটটি স্থানে সভা সমাবেশের মধ্য দিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছয় জেলা শহর মেদিনীপুরে। আজ, সোমবার তা মেদিনীপুর শহর থেকে ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

thebengalpost.net
এস এফ আই কর্মীরা:

রূপনারায়ণ নদীর তীরে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলা পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গোপীগঞ্জ থেকে রবিবার এই কেন্দ্রীয় জাঠা মিছিলের সূচনা হয়। পশ্চিম মেদিনীপুরের খুকুড়দহ, গৌরা, ঘাটাল, ক্ষীরপাই, চন্দ্রকোনা, বহড়াশোল সহ ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনী এবং সুকুমার সেনগুপ্ত স্মৃতি মহাবিদ্যালয়ে হয় প্রচার সভা। সন্ধ্যা সাতটায় সেই জাঠা মিছিল পৌঁছয় মেদিনীপুর শহরে, মেদিনীপুর কলেজ সংলগ্ন নেতাজী মূর্তির পাদদেশে। সেখানেই হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং প্রাক্তন সম্পাদক ধ্রবোজ্যোতি দাস প্রমুখ। আওয়াজ তোলা হয়, টাকার বিনিময়ে শিক্ষা আর চাকরির বিরুদ্ধে। শিক্ষাকে কেন্দ্র করে রাজ্য সরকারের দুর্নীতি আর কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গর্জে ওঠেন বক্তারা। পার্থ, অনুব্রতদের জেলে যাওয়ার বিষয়ে নেতৃত্বরা বলেন, “আভি তো শুরু হুয়ি হ্যায়, পিকচার আভি বহুত বাকি হ্যায়।”

thebengalpost.net
সর্বভারতীয় জাঠা :