দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: জল জঙ্গলের দাবি আদায়, হাতির হানায় মৃত্যুর ক্ষতিপূরণ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইতে জঙ্গলমহল জুড়ে লাল ঝান্ডার গর্জন শোনা গেল বৃহস্পতিবার। জঙ্গল, জলাভূমির অধিকার, এক টাকার বিনিময়ে জমির সত্ত্ব আদায়, ২০০৬ সালের বনাধিকার আইন কার্যকর সহ এক গুচ্ছ দাবীতে জেলার ৯টি রেঞ্জ দপ্তর ও ২৯টি বীট দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন সহ পথ অবোরোধে উত্তাল হলো পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল। বনাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের সংগে নিয়ে সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে এমন কর্মসূচি হয়। শালবনীর পীড়াকাটা রেঞ্জ দপ্তর অভিমুখে মিছিল আছড়ে পড়ে। ক্ষোভ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষ। দীর্ঘক্ষন ধরে মেদিনীপুর থেকে লালগড় যাওয়া সড়ক রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ সভা। নেতৃত্বের অভিযোগ, “লাল মাটির গন্ধ মাখা উঠোনে আজ সংকট। বনজ রসদ যেমন, নানা ভেষজ, কেন্দুপাতা, বাবুই ঘাস ও তার দড়ি, শালপাতা ও তার থালা প্লেট বিক্রি করার সুযোগ নেই। গত দুই বছর মহামারির কারনে মহাজন পাইকার আসছে না। বনজ রসদ ক্রয় করার কেন্দ্র জেলার ১৯ টি ল্যাম্পস গত আট বছর ধরে বন্ধ। সমবায় সহ এমন ল্যাম্পস কেন্দ্র গুলিকে লাটে তুলে জঙ্গল মহলের মানুষের রুটি রুজির সংকোট নামিয়ে আনা হয়েছে। এক সময় অনুন্নয়নের নামে তৃণমূল মাওবাদী জঙ্গলমহলে রক্তের হোলি খেলেছে প্রায় চার শতাধিক গরীব মানুষকে খুন করে। শুধু শালবনী ও পীড়াকাটা এলাকায় সেই সংখ্যা ঊন পঞ্চাশ। তাই, জঙ্গলমহল জুড়ে এমন সংকোটের মুখে লাল ঝান্ডার প্রানে প্রান মিলাতে সামিল হলেন নানান কারনে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষ।”
অন্যদিকে, পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই মেদিনীপুর পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের কৃষক ভবনে সিপিআইএম এর জেলা সম্পাদক তরুণ রায় ঘোষণা করেন প্রার্থী তালিকা। মেদিনীপুর শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যে ৩ টি ওয়ার্ড এ সিপিআই, ১২ টি ওয়ার্ড এ সিপিআইএম, বাকি ৫ টি আসনে কংগ্রেস সহ বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তিকে সমর্থনের জন্য খালি রাখা হয়েছে। বাকি ৫ টি আসনে বামেরা পরে প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছে। নেতৃত্ব জানিয়েছেন, “ছেড়ে দেওয়া ৫ টি আসনে তৃণমূল ও বিজেপি বিরোধী নির্দল বা কংগ্রেসকে সমর্থন করবে বামফ্রন্ট।” বামফ্রন্টের সমস্ত শরিক দলগুলিকে নিয়েই আলোচনার মাধ্যমে সাংবাদিক বৈঠক করেন জেলা ও শহরের বামফ্রন্টের নেতৃত্ব। সিপিআইএম সম্পাদক তরুণ রায় জানান, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক কোনো প্রার্থী দিচ্ছে না। প্রার্থী তালিকাতে একজন প্রাক্তন কাউন্সিলার বাদে সবাই এবারের পৌরসভার নতুন প্রার্থী এবং বেশ কয়েকজন রেড ভলেনটিয়ার্সও রয়েছেন। জেলা বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রার্থীদেরকে প্রচারে নেমে যাওয়ার নির্দেশ দেন জেলা ও শহরের নেতৃত্ব। আজ সন্ধ্যাতেই শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় কর্মীসভা। সবমিলিয়ে, প্রার্থী তালিকা ঘোষণা ও প্রচারে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গেল বামফ্রন্ট।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…