দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩১ অক্টোবর: আহা রাজনীতির কি মহিমা! বিধানসভা নির্বাচনের আগেও “ফুলে ফুলে ঢলে ঢলে” দেখেছিলেন বঙ্গবাসী। আর, বিধানসভা নির্বাচনের পরেও তাই! সেবার ‘পদ্মফুল’ হাতে তুলে নেওয়ার হিড়িক ছিল, আর এবার ‘জোড়াফুল’ কেই আপন করে নেওয়ার তাড়া। এবার, সেই দলে ‘হেভিওয়েট’ রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী যেদিন বিধায়ক পদে পদত্যাগ করে, বিধানসভা ভবন থেকে বেরিয়েছিলেন, এই ইঙ্গিতটা অবশ্য সে দিনই তিনি দিয়ে রেখেছিলেন! ছলছল চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘বুকে করে’ নিয়ে বেরিয়েছিলেন। জিতলে ‘টা টা বাই বাই’, আর হারলে ‘ফের ফিরে আসছি’! আজ আর বুঝতে অসুবিধা হয়না, বাংলার প্রত্যন্ত গ্রামে বসে রাজনীতির আলোচনা করা মানুষটিরও। হ্যাঁ, একদা অমিত শাহের পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লি গিয়ে ‘পদ্ম ফুল’ হাতে তুলে নেওয়া ডোমজুড়ের হেরে যাওয়া প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবিবার ফুল বদল করতে উড়ে গেলেন সুদূর ত্রিপুরা! তাও আবার, যার জন্য নাকি তৃণমূল ত্যাগ করেছিলেন, সেই সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হোটেল থেকে মঞ্চ অবধি গেলেনও তাঁর গাড়িতে চেপেই। হাইভোল্টেজ আগরতলার সভা থেকেই রাজীব ফিরলেন তৃণমূলে!
রাজনৈতিক সমালোচকেরা বলছেন, অনেক ‘স্বপ্ন’ নিয়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব, সব্যসাচী-র মতো নেতারা। কিন্তু, স্বপ্ন পূরণ হয়নি! ভরাডুবি হয়েছে বিজেপি’র। ডোমজুড়ে বিপুল ভোটে হেরেছেন রাজীব-ও। ফলে, যা হয়! পদ্ম ফুল আর ভালো লাগেনি। তাই, নির্বাচনের পর থেকেই আকার ইঙ্গিতে বুঝিয়ে যাচ্ছিলেন সেকথা! বুঝতে পেরেছিলেন বিজেপি নেতারাও। তাই, হেস্টিংসে বিজেপির সদর দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরের নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি, একসময়ের ‘বন্ধু’ শুভেন্দু অধিকারীরও কড়া সমালোচনা করেছিলেন শুভেন্দু’র “বেগম মন্তব্য” ইস্যুতে! সেদিনই (২১ সেপ্টেম্বর) বেঙ্গল পোস্ট (thebengalpost.net) ডিজিটাল মিডিয়া শিরোনাম করেছিল- “ফুলবদল শুধু সময়ের অপেক্ষা”! আজ (৩১ অক্টোবর) তাই হল। ৯ মাস পর দ্বিতীয়বার ‘ফুলবদল’ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ফিরে রাজীব বললেন, “বিজেপিতে গিয়েছিলাম। ভুল করেছিলাম। লজ্জিত, অনুতপ্ত!” তবে, বর্তমান দিনের রাজনীতি দেখে লজ্জিত আপামর বঙ্গবাসীও!