তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল:’নো ভোট টু মমতা’ (NO VOTE TO MAMATA) স্লোগান তুলেছিলেন আগেই। এবার একেবারে জার্সি গায়ে দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ঝাঁকরা হাই স্কুল মাঠে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘোষণা করলেন, “আমি এবার থেকে যে রাজনৈতিক সভায় যাব, সেখানেই এই জার্সিটা গায়ে রাখব। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ এই স্লোগান দিয়ে যাব।” এমনিতেই এদিন ঝাঁকরা’র মাঠে ছিল এক অন্যরকমের উন্মাদনা। যুদ্ধ জয়ের আনন্দ ছিল খোদ শুভেন্দু’র চোখেমুখেও! সকাল ১১-টা অবধিও যে মাঠে সভা হওয়ার বিষয়ে ছিলোনা কোনো নিশ্চয়তা, খুলে ফেলা হচ্ছিল প্যান্ডেল; বেলা ১২-টা নাগাদ সেই মাঠেই সভা করার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেন সকাল সাড়ে ১১-টা নাগাদ। বেলা ১২-টা নাগাদ শুভেন্দু ঘোষণা করেন, ওই মাঠেই সভা হবে, সোমবারই হবে! তিনি পৌঁছবেন বিকেল ৪টা নাগাদ। সেই মতো প্রস্তুতি নেওয়া হয় এবং কানায় কানায় ভরা মাঠে কৃষক সমাবেশ করেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য যে, রবিবার প্রশাসনের তরফে এই মাঠে শুভেন্দু’র সভা বাতিল করা হয়েছিল। সোমবার সেখানেই যুদ্ধকালীন তৎপরতায় সভার আয়োজন করে ঘাটাল সাংগঠনিক বিজেপি নেতৃত্ব।
মঞ্চে উঠেই সভা বাতিল করাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন শুভেন্দু। কটাক্ষ করে বলেন, “কি পিসি ঝাঁকরা’র মাঠে সভাটা হলো তো? এই মাঠে সভাটা হলোতো?” এরপরই, বের করেন সেই টি-শার্ট। যাতে লেখা- ‘নো ভোট টু মমতা’। সেটি পরেই বক্তৃতা দেন শুভেন্দু। আর, মমতা বন্দোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার ডাক দেন। বলেন, “সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড এবং তৃণমূলও টেস্টেড এবং রিজেক্টটেড হবে। এবার সময় এসেছে বিজেপিকে টেস্টেড করার।” ঘোষণা করেন, “এখানের চারটি লোকসভা তো আমার হাতের মুঠোয়। আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি।” এই চারটি লোকসভা কেন্দ্র মোদীজির হাতে তুলে দেওয়া কথা জানান শুভেন্দু। তবে, দুই মেদিনীপুরে চারটি লোকসভা কেন্দ্রের কথা বললেও, বিজেপির জেতা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের (সাংসদ দিলীপ ঘোষ) নাম সুকৌশলে এড়িয়ে যান শুভেন্দু! আর, রাজনৈতিক মহল এ নিয়ে ফের দিলীপ-শুভেন্দু’র সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে আনতে চাইছে।
এদিকে, মঞ্চ থেকে এদিন শুভেন্দু এও ঘোষণা করেন, “আজকের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে মমতা বন্দোপাধ্যায়ের সভার পাল্টা আগামী সোমবার ওই একই জায়গায় দ্বিগুণ জনসমাগমের সভা করে দেখাব।” সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ঘটে চলা একাধিক ঘটনায় রাজ্য সরকার ও মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। রিসড়া ও শিবপুরের ঘটনায় NIA-কে দিয়ে তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান বিরোধী দলনেতা। পাশাপাশি বিরোধীদের সভা আটাকানো প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রাক্তন হচ্ছেন ততদিন এই সমস্যার সমাধান হবেনা।” অন্যদিকে, শিবপুরের ঘটনায় পিস্তল হাতে রামনবমীর মিছিলে এক যুবকের দাপাদাপি করার একটি ভিডিও ফুটেজ প্রকাশ্য আনেন অভিষেক বন্দোপাধ্যায়। সে প্রসঙ্গে শুভেন্দু বলেন, “ভাইপো পিস্তল হাতে যে ছেলেটির ছবি দেখিয়েছে, তা শিবপুরের নয়। ওটা ফেক। এই বিষয়ে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করেছে বিশ্ব হিন্দু পরিষদ।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…