দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২০ সেপ্টেম্বর: শনিবার (১৮ সেপ্টেম্বর) বারবেলাতেই হঠাৎ ছন্দপতন ঘটেছিল ভারতীয় তথা বঙ্গ রাজনীতিতে! তুমুল তৃণমূল বিরোধী ও “দিদির পায়ে হাওয়াই চটি/ভাইয়েরা সব কোটি পতি” গানের স্রষ্টা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের উত্তরীয় গলায় পরে নিয়েছিলেন। তাঁকে বরণ করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর, এর ঠিক দু’দিনের মধ্যেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে সরিয়ে দেওয়া হল! যা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে বেশ উৎকর্ষাত্মক ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন, বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার।
সোমবার সন্ধ্যায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার অনুমতিক্রমে সাধারণ সম্পাদক অরুণ সিং-এর বিজ্ঞপ্তি-তে জারি করা জানিয়ে দেওয়া হয়েছে নতুন রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক বিধায়ক ও সাংসদ-রা যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, তাতেই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব নড়েচড়ে বসেছে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বাবুল সুপ্রিয়-র বিদায়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ ব্যথিত! তাই, বছর ৫৭-র বিতর্কিত রাজনীতিবিদ তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-কে সরিয়ে তরুণ, শিক্ষিত ও জনপ্রিয় সাংসদ ড. সুকান্ত মজুমদার-কে রাজ্য সভাপতি করার মধ্য দিয়ে নিঃসন্দেহে এক বড় বার্তা দিল বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব।