দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মার্চ:আর উপায়ই বা কি! উঠে দাঁড়াতে গেলে তারুণ্যের জয়গান-ই গাইতে হবে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) বুঝলো এতদিনে। সিপিআইএম (CPIM) এর ২৬-তম রাজ্য সম্মেলন তাই ভাঙা-গড়ার সন্ধিক্ষণে এক ‘মাইলস্টোন’ হয়ে থাকবে নিঃসন্দেহে! বঙ্গ সিপিআইএম-এর রাজ্য কমিটি থেকে এবার সরে দাঁড়িয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, গৌতম দেব, মৃদুল দে-র মতো প্রবীন নেতারা। নতুন ৮০ জনের রাজ্য কমিটিতে ঠাঁয় পেয়েছেন সুশান্ত ঘোষ, প্রদীপ সরকার, সুদীপ সেনগুপ্ত, শেখ ইব্রাহিম, পার্থ মুখোপাধ্যায়, গীতা হাঁসদা, শতরূপ ঘোষেরা। শুধু তাই নয়, তারুণ্যের জয়গান গাইতে জায়গা করে দেওয়া হয়েছে মীনাক্ষী মুখার্জি, সৃজন সরকার, প্রতীক উর রহমান-দেরও। ৮০ জনের রাজ্য কমিটিতে ২৪ জন নতুন মুখ! রাজ্য সম্মেলনের শেষ দিন (বৃহস্পতিবার), সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হিসেবে মহম্মদ সেলিমের (Md. Selim) নাম ঘোষণা হল। সিপিএম পলিটব্যুরো সদস্য সেলিম একাধিক বার সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েছেন। ছিলেন সাংসদ, বিধায়ক, মন্ত্রীও। এ বার রাজ্য সম্পাদক হিসেবে সূর্যকান্ত মিশ্রের ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন সেলিম।
প্রসঙ্গত উল্লেখ্য, পলিটব্যুরো সদস্য সেলিম সিপিএমের প্রথম সংখ্যালঘু রাজ্য সম্পাদক। সূর্যকান্ত মিশ্রের জায়গায় কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদকের দায়িত্ব দিতে আগ্রহী ছিলেন আলিমুদ্দিন নেতৃত্বের একাংশ। কিন্তু, রাজ্য সম্মেলনের শেষ লগ্নে রাজ্য সম্পাদকমণ্ডলী ও বিদায়ী রাজ্য কমিটির বৈঠকে তুলনায় স্বল্প পরিচিত শ্রীদীপ বাবুকে কঠিন সময়ে দলের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে! শেষ পর্যন্ত রাজ্য সম্পাদক হিসেবে উঠে আসে সেলিমের নাম। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম দু’দফায় রাজ্যসভার সদস্য ছিলেন। রায়গঞ্জ ও কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদও হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। সুবক্তা সেলিম দলের তরফে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, বয়সের কারণে সূর্য, বিমান, রবীণ-দের এবার সরে যেতে হল! রাজ্য কমিটিতে ৭২ এবং এরিয়া কমিটির সদস্যদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর করার কথাও আলোচনা হয়েছে সিপিএম-এর অন্দরে। দলীয় সূত্রে খবর, আমূল পরিবর্তন দেখা যেতে পারে সিপিআইএম-এর পুরো কাঠামোতেই। যার অন্যতম সুর-ই হতে চলেছে ‘তারুণ্যের জয়গান’।