দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: “বিধায়ক নিখোঁজ, খুঁজে দিলেই পুরস্কার”! রেল শহর খড়্গপুর ছয়লাপ হলো এই পোস্টারে। কোথাও কোথাও আবার তীব্র ব্যঙ্গ করে পোস্টার পড়লো- “বিধায়ককে খুঁজে দিলেই ফ্রিতে সেলফি!” কোথাও আবার- “বিধায়ক তুমি কোথায়? আমরা খড়্গপুরের কনটেইনমেন্ট জোনে।” শুক্রবার এভাবেই খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়ের নামে ব্যঙ্গাত্মক পোস্টার পড়লো, খড়্গপুর শহরের তালবাগিচা এলাকা জুড়ে। শুক্রবার সকালবেলা বাজারে এসে এরকম পোস্টার দেখে সাধারণ মানুষ মাথা চুলকাতে শুরু করলেন- “এ আবার কী! বিধায়কই নিরুদ্দেশ।”

thebengalpost.in
পোস্টার :

thebengalpost.in
হতবাক সাধারণ মানুষ :

প্রসঙ্গত, খড়্গপুর শহরের বেশকিছু এলাকাকে কনটেনমেন্ট জোন বা গন্ডীবদ্ধ ঘোষণা করা হয়েছে। সমস্যায় আছেন এলাকাবাসী। এদিকে, বিগত বেশ কয়েকদিন ধরে এলাকায় বিধায়কের দেখা নেই। তাই, শাসকদল তৃণমূলের তরফে এই ধরনের পোস্টারিং করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে তৃণমূল অভিযোগ করেছে, “নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জিতেছেন বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। আজ মানুষ কত কষ্টে রয়েছেন। কিন্তু, দেখা নেই বিধায়কের।” কিছু কিছু এলাকাবাসী বললেন, “আমরা কনটেইনমেন্ট জোনে রয়েছি। কিন্তু, আমাদের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের দেখা নেই! সকালবেলা বাজারে এসে এই ধরনের পোস্টারই দেখলাম।” বিজেপি মেদিনীপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অরূপ দাস বললেন, “এসব নোংরামি ছাড়া আর কি! এতো জনদরদী বিধায়ক হয় কিনা সন্দেহ। এখনো উনি দায়িত্ব পালন করে চলেছেন। বিধানসভা চলছে, তাই সেখানেই আছেন। আর, খড়্গপুরে থাকলে, উনি সর্বদা সাধারণ মানুষের কাজ নিয়েই থাকেন।” স্বয়ং হিরন্ময় চট্টোপাধ্যায় অবশ্য একবার রিং হতেই ফোন ধরলেন। বললেন, “নিখোঁজ মানে কি? নিখোঁজ ব্যক্তির সাথে কি ফোনে যোগাযোগ করা যায়? আমরা বিজেপি’র বিধায়করা সকলেই বিধানসভায় আছি। অন্যায়ভাবে, পি এ সি চেয়ারম্যান করা হয়েছে, মুকুল রায়’কে। সেই বিষয়ে যে পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে একটু ব্যস্ত আছি। খড়্গপুর আমার মনে প্রাণে সর্বদা আছি। কয়েকদিনের মধ্যেই যাব। খড়্গপুর বাসীর জন্য কতটুকু কাজ করেছি, তা তাঁরা জানেন। আর, তৃণমূল বিধানসভায় হারার পর, পৌরসভাতেও হারার ভয়ে এসব নোংরামি করছে।”

thebengalpost.in
খড়্গপুর জুড়ে পোস্টার :