দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে:”উনি আগেও বলেছিলেন মাও ফাও কিছু নেই। সেই মাওবাদীকেই উনি ভাড়া করে এনেছিলেন সিপিআইএম কর্মীদের মারার জন্য। বিজেপিও এর সঙ্গে যুক্ত ছিল। নন্দীগ্রাম থেকে জঙ্গলমহল সর্বত্র এই ভাড়াটে সৈনিকদের তৃণমূল কাজে লাগিয়েছে। কিষেণ জীকে সেল্টার দিয়েছিল তৃণমূল। ভাড়াটে সৈনিকদের নিয়ে কাজ করতে গেলে তো মাঝেমধ্যে সমস্যা হবেই। এখন তাই হচ্ছে!” জঙ্গলমহলে মাওবাদী ইস্যুতে মেদিনীপুর শহরে দাঁড়িয়ে এমন মন্তব্যই করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মতে, জঙ্গলমহলে সেই সময় মাওবাদীদের ‘ভাড়াটে সৈনিক’ হিসেবে নিয়ে এসেছিল তৃণমূল। তাদের ভরণপোষণের (খানা-পিনা-দানা) দায়িত্বও নিয়েছিল। কিষেণ জীকেও এভাবেই নিয়ে আসা হয়েছিল বলে দাবি তাঁর। পরে অবশ্য, ‘কাজ ফুরোলে’ কিষেণ জী হয়েছেন পুলিশের গুলিতে নিহত!

thebengalpost.net
বৈঠক শেষে নামছেন সেলিমরা :

সেলিমের মতে, সেই সময়ের অনেক মাওবাদী-ই এখন তৃণমূলের নেতা। কিন্তু, ‘ভাড়াটে সৈনিক’ নিয়ে কাজ করলে তো সমস্যা হবেই! প্রতিবাদ হবে। এরপরই বিস্ফোরক মন্তব্য করে সেলিম বলেন, “মাওবাদীদেরও বুঝতে হবে, ভাড়াটে সৈনিক হিসেবে থেকে লাভ নেই!” তবে কি, মাওবাদী আর তৃণমূলের মধ্যে সরাসরি দ্বন্দ্ব বা যুদ্ধের বিষয়টিকেই উসকে দিতে চেয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক? প্রশ্ন তুলেছেন সচেতন রাজনৈতিক মহল। এনিয়ে সেলিমকে কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “পায়ের তলায় মাটি নেই। তাই, শান্তির বাংলায়, উন্নয়নের বাংলায় অশান্তির আকাঙ্ক্ষা করছেন!” এদিকে, ‘অনুপ্রবেশ’ ইস্যুতে কেন্দ্রীয় সরকার তথা স্বরাষ্টমন্ত্রী-কে এক হাত নেন সেলিম। তিনি বলেন, “সীমানায় গরু পাচার থেকে চোরা চালান, যা যা হচ্ছে এতে যেমন তৃণমূল যুক্ত আছে, তেমনই BJP যুক্ত আছে। যেমন এখানকার মন্ত্রীরা যুক্ত আছে, তেমনই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার যুক্ত আছে। সেইসঙ্গে যুক্ত আছে BSF।” প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর শহরে এদিন সিপিআইএমের নতুন জেলা সম্পাদকমন্ডলী গঠন করতে এসেছিলেন সেলিম। মীরবাজার কৃষক ভবনে তিনি ১৪ জনের নতুন সম্পাদকমন্ডলী গঠন করেন। সেখান আছেন- সুশান্ত ঘোষ (জেলা সম্পাদক), বিজয় পাল, সত্যেন মাইতি, সমর মুখার্জি, মেঘনাদ ভূঁইয়া, গোপাল প্রামানিক, অশোক সাঁতরা, উত্তম মন্ডল, কমল পলমল, সৌগত পন্ডা, গীতা হাঁসদা, তাপস সিনহা, সুকুমার আচার্য, রামেশ্বর দোলই। বয়সের কারণে বাদ গেছেন দু’জন, ভাস্কর দত্ত এবং কীর্তি দে বক্সী।

thebengalpost.net
সাংবাদিকদের মুখোমুখি সেলিম :