Politics

Paschim Medinipur: বিজেপি-র মণ্ডল সম্পাদকের অভিযোগে গ্রেফতার মণ্ডল সভাপতি! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ক্ষুব্ধ দিলীপও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: ‘রেল শহর’ খড়্গপুরে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! এবার ‘দ্বন্দ্ব’ অবশ্য সাংসদ দিলীপ ঘোষেরই দুই অনুগামীর মধ্যে। তাঁদের মধ্যেই একজনের অভিযোগে গ্রেফতার হলেন আরেকজন! রবিবার সকালে বিজেপির খড়্গপুর উত্তর মণ্ডলের সভাপতি দীপসোনা ঘোষকে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে FIR করেছিলেন উত্তর মণ্ডলের সম্পাদক পিন্টু সরকার ওরফে বাবু। পিন্টু-র অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দীপসোনা। বিষয়টি ‘ব্যক্তিগত’ কিনা, খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। একইসঙ্গে ক্ষুব্ধ দিলীপ এও জানিয়েছেন, “কারুর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হলে দল ব্যবস্থা নেবে!” ঘটনায় বিজেপি-র উদ্দেশ্যে চরম কটাক্ষ ছুঁড়ে দিয়েছে জেলা তৃণমূল।

পিন্টু সরকার:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি (শুক্রবার) ২০-নং ওয়ার্ডের ধ্যান সিং ময়দানে বিজেপির উত্তর মণ্ডল নেতৃত্ব ‘ভারত মাতার পূজন’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত হয়েছিলেন সাংসদ দিলীপ ঘোষও। ঘটনাক্রমে দিলীপ যখন মঞ্চে, সেই সময়ই তাঁর এই দুই ‘ঘনিষ্ঠ অনুগামী’র মধ্যে মঞ্চের পেছেনে মারপিট হয় বলে সূত্রের খবর। খড়্গপুর শহরে দিলীপের ‘ছায়াসঙ্গী’ পিন্টু-র অভিযোগ অনুযায়ী, তিনি যখন সাংসদ দিলীপ ঘোষের ছবি তুলছিলেন, সেই সময়ই তাঁকে লোহার রড, হকিস্টিক প্রভৃতি দিয়ে মারধর করেন বিজেপির উত্তর মণ্ডলের সভাপতি দীপসোনা ঘোষ এবং শিবা নামে এক যুবক। তিনি প্রতিবাদ করলে আরও ৭-৮ জন যুবক এসে মারধর করেন বলেও অভিযোগ পিন্টু-র! এরপর, শুক্রবার রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে দীপসোনাকে গ্রেফতার করে টাউন থানার পুলিশ। তাঁকে আদালতে নিয়ে যাওয়ার পথে দীপসোনা বলেন, “তৃণমূলের এজেন্ট! প্রমাণ হয়ে গেল। আমাদের সাংসদের সঙ্গে থেকে সব খবর তৃণমূলে পাচার করত। ওই দিন ভারত মাতার পূজনের সূচনা হয়। সেই সময় এসে অসভ্য আচরণ করছিল। স্বেচ্ছাসেবকরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।”

অন্যদিকে, এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি পিন্টু। তবে, দিলীপ জানিয়েছেন, “ওখানে তো প্রায়ই মারপিট হয়। তারপর নিজেরাই পুলিশ ডেকে আনে। গ্রেফতারও হয়। জানিনা ঠিক কি হয়ছে। খোঁজ নিয়ে দেখছি। তবে, যদি দেখা যায় এজন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে!” ঘটনায় বিজেপি-কে চরম কটাক্ষ করে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, “এটা তো কোনও রাজনৈতিক দলই নয়। দুষ্কৃতীদের দল! সাংসদের সামনেই একজন নেতা আরেকজন নেতাকে ফেলে দিয়ে মারছে। কর্মীদের ঘর থেকে সরকারি কাঠ পাওয়া যাচ্ছে, গাঁজা পাওয়া যাচ্ছে! এদের বিরুদ্ধে কিছু বলতেও লজ্জা লাগে।” অন্যদিকে, ধৃত দীপসোনা ঘোষকে ৩ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে রবিবার সন্ধ্যায় জানা গেছে।

দীপসোনা ঘোষ:

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago