দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১০ মার্চ: নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকা (প্রথম পর্যায়ে) ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি। তালিকায় আছে বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম। আজ, ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে এবার চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী, যাদবপুর থেকে প্রার্থী হতে পারেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা ব্যানার্জিও (হুগলি আসন থেকে?) তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। দেবের (দীপক অধিকারী) নাম ঘাটাল লোকসভা আসনে নিশ্চিত করে দিয়েছেন দলনেত্রী। প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তীও। তবে, প্রার্থী করা হবেনা নুসরত জাহানকে।

thebengalpost.net
তৃণমূলের ব্রিগেড:

তবে, তৃণমূল কংগ্রেসের তরফে সবথেকে বড় চমক দেওয়া হতে পারে তমলুক আসনে! সেখানে বিজেপির প্রার্থী হতে চলেছেন ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বিপক্ষে তৃণমূলের কে? সেদিকেই নজর থাকবে গোটা বাংলার। সূত্রের খবর, এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী এবার প্রার্থী হতে চলেছেন। তবে কি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়? যদিও সূত্রের খবর অনুযায়ী, ডোনা নয়; তমলুক আসনে তৃণমূলের প্রার্থী হতে চলছেন দলের মুখপাত্র তথা সোস্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে, মেদনীপুর লোকসভা আসনের প্রার্থী জুন মালিয়া নাকি অন্য কেউ? জুনের দিকেই ঢলে ‘দিদি’! শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই তাকিয়ে বিধায়ক জুন মালিয়া আর জেলা সভাপতি সুজয় হাজরা-র অনুগামীরা!

thebengalpost.net
ব্রিগেডের মঞ্চে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা: