Politics

Midnapore: “স্বাস্থ্য সাথী কার্ড কি দেবাংশুর বাবা-মা দিচ্ছে?” কোলে ছাগ-শিশু, মুখে অগ্নি-বাণ; মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ অগ্নিমিত্রার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর লোকসভা আসনে ‘ঠোঁটকাটা’ দিলীপ ঘোষের ‘পরিবর্তে’ পাঠানো হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল’কে। রাজ্য বিজেপির অন্দরে ‘লড়াকু নেত্রী’ হিসেবেই পরিচিত অগ্নিমিত্রা। আপাতত সেই অগ্নি’র ‘দারুণ বাণে’ টগবগ করে ফুটছে মেদিনীপুর। শুক্রবার দুপুরে অগ্নিমিত্রা পৌঁছে গিয়েছিলেন শালবনীর জামদারগড় গ্রামে। যেখানে পরিস্থিতি বৃহস্পতিবার ভোররাত থেকেই উত্তপ্ত হয়ে ছিল বেশ কয়েকটি বাড়ির কিছু অংশে এবং খড়ের গাদায় ‘আগুন’ লাগাকে কেন্দ্র করে! বিজেপি’র দাবি, ক্ষতিগ্রস্তরা বিজেপি সমর্থক। এদিন গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার সাথে সাথেই, অগ্নিমিত্রা কথা বলেন এলাকাবাসীদের সঙ্গে। শুধু আগুন লাগানোর বিষয় নয়, পানীয় জল সহ গ্রামের একাধিক পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপরই গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে কোলে তুলে নেন একটি ছাগ শিশু (ছাগলের বাচ্চা)-কে। পোষ্য সেই ছাগ-শিশুকে কোলে নিয়েই অগ্নিমিত্রা আক্রমণ শানান, “আজ (শুক্রবার) সকালেও গ্রামে এসে তৃণমূলের গুন্ডাবাহিনী হুমকি দিয়ে গেছে। দুইয়ে দুইয়ে চার করে নিন!”

শালবনীর গ্রামে অগ্নিমিত্রা:

বিজ্ঞাপন (Advertisement):

এরপরই, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের তমলুক লোকসভা আসনের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য-কে। স্বাস্থ্য সাথী-র পরিষেবা পাওয়া নিয়ে বিজেপি-র বসিরহাট আসনের প্রার্থী তথা সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা প্রাত্র-কে আক্রমণ করেছিলেন দেবাংশু। পাল্টা প্রতিক্রিয়ায় অগ্নিমিত্রা বলেন, “স্বাস্থ্য সাথীর কার্ড কি দেবাংশু দিচ্ছে? নাকি দেবাংশুর বাবা-মা দিচ্ছে? না দেবাংশুর নেত্রী দিচ্ছে? স্বাস্থ্য সাথী কার্ড রাজ্য সরকার দিচ্ছে। মানুষের করের টাকায় পরিষেবা দেওয়া হচ্ছে। যদিও, মানুষ পরিষেবা পায়না!” এরপরই তাঁর সংযোজন, “স্বাস্থ্য সাথী হোক বা লক্ষ্মীর ভান্ডারের টাকা, তা মমতা ব্যানার্জির বাবা বা মা রেখে দিয়ে যায়নি। সাধারণ মানুষের করের টাকা। আপনি (মুখ্যমন্ত্রী) আমাদের দয়া করছেন না! আপনার (মুখ্যমন্ত্রীর) থেকে আমরা পরিত্রাণ চাই।” এ নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা-র কটাক্ষ, “বিজেপির একজন নেত্রীর কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না! ওরা ভাষা সন্ত্রাসের মধ্য দিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে জনপ্রিয় হওয়ার চেষ্টা করে। যে যত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নোংরা কথা বলবে, বাবা-মা তুলে আক্রমণ করবে সে ততো শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছবে। ঠিক যেমন ভাষা সন্ত্রাসের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী এখন কেন্দ্রীয় নেতৃত্বকে পকেটে পুরে রেখেছে।” শালবনীর ঘটনা নিয়ে সুজয় বলেন, “ওটা বিজেপির আদি-নব্য গোষ্ঠীর দ্বন্দ্ব। ওই গ্রামে বিজেপির মধ্যে যারা দিলীপ অনুগামী, তারাই নব্য গোষ্ঠীর অগ্নিমিত্রাকে প্রার্থী হিসেবে মেনে নিতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছে!” ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা।

ছাগ-শিশু কোলে নিয়েই সাংবাদিকদের মুখোমুখি:

উল্লেখ্য, শালবনী থেকে ফিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন অগ্নিমিত্রা। ‘মাতৃমা’ বিভাগ পরিদর্শন শেষে ‘পরিষেবা’ নিয়ে অগ্নিমিত্রা তীব্র আক্রমণ করেন হাসপাতাল কর্তৃপক্ষকে। তাঁর অভিযোগ, “লজ্জার বিষয় এখানে রোগীর মহিলা পরিজনদের জন্য কোন শৌচাগারের ব্যবস্থা নেই! নূন্যতম পরিষেবাটুকুও নেই। পানীয় জল নেই। জামাকাপড় ধোওয়ার জায়গা নেই। পর্যাপ্ত স্ট্রেচার, হুইল চেয়ারও নেই। রোগী ভর্তি থেকে রোগীকে বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছুতেই টাকা দিতে হয়।” অগ্নিমিত্রা বলেন, “একবার মেদিনীপুরের সাংসদ হই, তারপর এদেরকে কিভাবে পথে আনতে হয়; সেটা আমি দেখে নেব! আজকেও আমি সুপারের সঙ্গে কথা বলতে যাচ্ছি।” যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, “পরিষেবা নিয়ে এই সমস্ত অভিযোগ সত্য নয়। সাধারণ মানুষের চাহিদা থাকবেই। তা ধীরে ধীরে মেটানোর চেষ্টা করা হচ্ছে।” অন্যদিকে, শুক্রবার বিকেল নাগাদ মেদিনীপুর শহরের নতুনবাজার এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জনসংযোগে যাওয়ার পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে বলে তৃণমূলের অভিযোগ। পথ অবরোধও হয়। স্থানীয় তৃণমূল নেতা শৈবাল গিরির অভিযোগ, “উনি শান্ত এলাকা অশান্ত করে গিয়েছেন।” পাল্টা জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন, “ওখানে সাধারণ মানুষের অনেক অভিযোগ ছিল। আমাদের প্রার্থীর কাছে সেই সমস্ত অভিযোগ এলাকাবাসী তুলে ধরেন। আর তারপরই তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের হেনস্থা করা হয়। আমাদের প্রার্থীর ওপরেও হামলা হওয়ার সম্ভাবনা ছিল!”

মেদিনীপুর মেডিক্যাল কলেজে অগ্নিমিত্রা পাল:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

16 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

18 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago