দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: জঙ্গলমহলে বিজেপি’তে বড়সড় ভাঙন! বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক, প্রধান সহ পাঁচ শতাধিক নেতাকর্মী শাসকদলে নাম লেখালেন রবিবার। প্রসঙ্গত, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের বেশ কিছু অঞ্চল বিগত কয়েক বছর ধরে বিজেপির দখলে ছিল। সেই সমস্ত অঞ্চলগুলির মধ্যে অন্যতম শালবনী ব্লকের (এবং, শালবনী বিধানসভার অন্তর্গত) লালগেড়িয়া ৫ নম্বর অঞ্চল। কিন্তু, বিধানসভা নির্বাচনের পর বিজেপি’র দখলে থাকা এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান এবং আরও এক সদস্য সহ এলাকার তিন শতাধিক কর্মী এদিন শাসকদল তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এছাড়াও, ৭ নং এবং ১ নং অঞ্চল থেকে আরও দুই শতাধিক কর্মী যোগদান করেছে বলে জানা গেছে। শালবনীর পিড়াকাটা সংলগ্ন জয়পুরে তৃণমূলের এই যোগদান মেলা অনুষ্ঠিত হল আজ।

thebengalpost.in
মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র হাত ধরে যোগদান :

thebengalpost.in
প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিজেপি থেকে তৃণমূলে :

বিজেপির উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক সুদীপ সিং এবং ৫ নং অঞ্চলের পঞ্চায়েত প্রধান চৈতন মাহাত’র নেতৃত্বে প্রায় ৫০০ জন নেতাকর্মী তৃণমূলে যোগদান করল রবিবার বিকেলে। স্বাভাবিকভাবেই এই বিশাল যোগদান মেলা-কে কেন্দ্র করে তৃণমূল শিবিরে ছিল ব্যাপক উন্মাদনা। উপস্থিত ছিলেন, স্বয়ং শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা’কে সম্প্রতি দু’টি সাংগঠনিক জেলায় ভাঙা হয়েছে। মেদিনীপুর সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সুজয় হাজরা, যুব সভাপতি হয়েছেন সন্দীপ সিংহ। বিজেপির এই বড়সড় ভাঙন তাঁদের ক্ষেত্রেও বড় সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। তাঁরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, সহ সভাপতি বুলবুল হাজরা, জেলা পরিষদের প্রাক্তন সদস্য সনৎ মাহাত, ব্লক যুব সভাপতি গৌতম বেরা প্রমুখ। উল্লেখ্য যে, এই যোগদানের পর বিজেপি’র হাতে থাকা লালগেড়িয়া অঞ্চল তৃণমূলের দখলে চলে গেল ৭-৫ সদস্যের ভিত্তিতে! দলীয় নেতৃত্বরা জানালেন, “এখন শুধু অনাস্থা প্রস্তাব আনার অপেক্ষা!”

thebengalpost.in
জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ পতাকা তুলে দিলেন :