দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২ মার্চ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে তৃণমূলের দেব ওরফে দীপক অধিকারীর বিপক্ষে বিজেপি-র প্রার্থী হচ্ছেন হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ-ই। শনিবার বিকেলে জানিয়ে দেওয়া হল বিজেপি-র কেন্দ্রীয় কমিটির তরফে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সারা দেশে ১৯৫-টি আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিল বিজেপি। বারাণসী (Varanasi) থেকে পুনরায় প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তালিকায় আছে বাংলার ২০ জন প্রার্থীর নাম। তালিকায় নাম আছে বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখের। এছাড়াও আছেন সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার-রাও। তবে, এই তালিকায় অন্যতম দুই চমক হল অভিনেতা-বিধায়ক হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

thebengalpost.net
দেব হিরণ:

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনে বিজেপি-র প্রার্থী হচ্ছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। বলাই চলে, তিনি তৃণমূলের দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন! অন্যদিকে, কাঁথি লোকসভা আসনে এবার বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তবে, মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এক্ষেত্রে কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবেন সাংসদ দিলীপ ঘোষ! একনজরে দেখে নিন, বাংলার ২০ জন প্রার্থীর নাম- কোচবিহার: নিশীথ প্রামানিক, আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা; বালুরঘাট: সুকান্ত মজুমদার, মালদহ উত্তর: খগেন মুর্মু, মালদহ দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুর: ডা: নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ, রানাঘাট: জগন্নাথ সরকার, বনগাঁ: শান্তনু ঠাকুর, জয়নগর: অশোক কান্ডারী, যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া: রথীন চক্রবর্তী, হুগলি: লকেট চট্টোপাধ্যায়, কাঁথি: সৌমেন্দু অধিকারী, ঘাটাল: হিরন্ময় চট্টোপাধ্যায়, পুরুলিয়া: জ্যোর্তিময় সিং মাহাতো, বাঁকুড়া: সুভাষ সরকার, বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ, আসানসোল: পবন সিং এবং বোলপুর: প্রিয়া শা।