দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: “উপর তলার রাজনৈতিক নির্দেশ পালন করছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। তাই, করোনা সংক্রমণ যখন কমছে, হঠাৎ করে রাত ১০ টার সময় লকডাউন ঘোষণা করা হচ্ছে। পরমুহূর্তেই আবার সিদ্ধান্ত বদল করা হচ্ছে। বিজেপির কর্মসূচি বানচাল করতে গিয়ে, আজ সারাদিন ধরে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হলো”! এমনই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

thebengalpost.in
খড়্গপুরে দিলীপ ঘোষ :

বুধবার সন্ধ্যায় খড়্গপুর শহরের গ্রীনল্যান্ড হোটেলে বসে তিনি এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন। তিনি এও অভিযোগ করলেন, “আজ আমাদের বৈঠক সহ নানা কর্মসূচি ছিলো মেদিনীপুর শহরে। তা বন্ধ করতেই প্রথমে পুরো মেদিনীপুর ও খড়্গপুর’কে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হলো। সকালেও সেই প্রচার করা হলো। তারপর সাধারণ মানুষ হুড়োহুড়ি করে বাজার করলেন। জিনিসপত্র কালোবাজারি হল! তারপর আবার বলা হলো কয়েকটি ওয়ার্ডে কনটেনমেন্ট জোন। আসলে, বিজেপির কর্মসূচি ভেস্তে দেওয়ার উদ্দেশ্যেই উপর মহলের রাজনৈতিক নির্দেশ পালন করলেন জেলাশাসক। একজন আই এস এস অফিসারের কাছে এই ধরনের আচরণ কাম্য নয়।”