দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: “এখান থেকে দিদিমণি গিয়ে উল্টাপাল্টা হিন্দি বলে, অখিলেশের দোকানটা বন্ধ করে দিয়েছেন!” পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সম্মেলনে এসে এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে চরম কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর মতে, উত্তরপ্রদেশে অখিলেশের বিপর্যয়ের জন্য মমতা-ই দায়ী! দিলীপ এও মন্তব্য করেছেন, “দিদিমণি উত্তর প্রদেশে নির্বাচনে, ওখানে গিয়ে উন্নাও, হাথরসের গল্প বলেছেন। সেই দুই জায়গাতেই বিজেপি বিপুল ভোটে এগিয়ে আছে।” দিলিপের মতে, উত্তর প্রদেশের মানুষ সাম্প্রদায়িকতার গল্প ভালোভাবে নেয়নি। সেখানকার মানুষ যোগী আদিত্যনাথের উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই-কেই সম্মান জানিয়ে বিপুল ভোটে জয়ী করতে চলেছেন।

thebengalpost.net
ডেবরা’র বৈঠকে দিলীপ ঘোষ :

অন্যদিকে, পঞ্জাবে ক্ষমতা দখল করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। এনিয়ে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা জেলা কর্যালয়ে দাঁড়িয়ে দিলীপ জানিয়েছেন, “পঞ্জাবে আমরা প্রথমবার একক ভাবে নির্বাচনে লড়েছি। মানুষ ভোট দিয়েছেন, আমরা কয়েকটা সিট পাব। কংগ্রেস ওখানে যেভাবে এত দিন রাজত্ব করেছে, কংগ্রেস বরাবরের জন্য পারিবারিক রাজনীতি করে এসেছে। বারবার মুখ্যমন্ত্রী বদল সহ যে মূল সমস্যাগুলো পঞ্জাবের, তার কোন সমাধান হয়নি।” দিলীপ এও মন্তব্য করেছেন, “মানুষ দিল্লিতে যেভাবে এক্সপেরিমেন্ট করেছে একবার আপকে সুযোগ দিয়ে, পঞ্জাবেও দিয়েছে। আমার মনে হয় কংগ্রেসের যে ট্র্যাডিশনাল পলিটিক্স, পরিবারবাদ সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যত দুর্নীতি, বিচ্ছিন্নতাবাদ এই সবগুলোর জন্ম দিয়েছে কংগ্রেস।” গোয়ার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “হাওয়াতে উড়ে গিয়ে কেউ যদি টাকা-পয়সা খরচ করেন, লোক ভাড়া করে যদি মনে করেন পার্টি দাঁড়িয়ে যাবে, সেটা সম্ভব নয়। ত্রিপুরাতে আমরা দেখেছি এখান থেকে টাকাপয়সা, নেতা-অভিনেতা, লোকজন সব নিয়ে গিয়ে ওখানে চেষ্টা হয়েছিল, কিন্তু কোন লাভ হয়নি। গোয়াতে তৃণমূলেরই সহযোগী পার্টি চার-পাঁচটা সিটে এগিয়ে আছে, কিন্তু তৃণমূল এগিয়ে নেই। তৃণমূল যদি মনে করে অন্যরা লাড্ডু খাবে, তাঁরা লজেন্স খাবেন, তাতে অবশ্য খুশি হতে পারেন!”