দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: সাংসদ দীপক অধিকারী (দেব)’র নিজের গ্রাম মহিষদায় আঠারোটি পরিবারকে বয়কট করার হুঁশিয়ারি দিয়ে পোস্টার বা লিফলেট পড়েছে, তা নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল! সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই লিফলেট। বেশিরভাগ সংবাদমাধ্যমে এনিয়ে খবর প্রকাশিত হয়েছে। এবার এই বিষয় নিয়েই মুখ খুললেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব।
সাংসদ দেব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, “বিষয়টি দেখার পরে আমি কেশপুরে আমার দলের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারাও নিশ্চিত করেছেন যে, কোন টিএমসির দলীয় কার্যালয় / সদস্যরা এ জাতীয় নোটিশ কখনও জারি করেনি। যে কোন দলই হোক না কেন, একজন মানুষ হিসাবে আমি কখনই এ জাতীয় বিদ্বেষের প্রচারকে সমর্থন করব না। আমি যখন শপথ নিয়েছিলাম তখন আমি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। দয়া করে অযথা পার্টির নাম খারাপ করার চেষ্টা করবেন না! এমনিতেই আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটাকে আরও কঠিন করবেন না। একতা, ভালোবাসা ও শান্তি বজায় থাকুক।”