দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ১ম জেলা সম্মেলনের সূচনা হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। চন্দ্রকোনা টাউনের চার প্রান্ত থেকে শত শত মহিলাদের নিয়ে চারটি মিছিল ক্যাপ্টেন লক্ষী সেহগাল, শহিদ মাতঙ্গিনী হাজরা, সাধনা পাত্র, কনক মুখার্জি ব্রিগেড সমাবেশ স্থলে যেন ‘লাল সুনামি’ নিয়ে আছড়ে পড়ে। মাঠ উপচে সড়ক রাস্তা দখল নেয় গরীব ক্ষেতমজুর সহ পিছিয়ে পড়া অনগ্রসর জনজাতির মহিলারা। সেই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কনীনিকা ঘোষ, রাজ্য সভানেত্রী অঞ্জু কর, সর্বভারতীয় মহিলা নেত্রী দেবলীনা হেমব্রম। বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলি তুলে ধরে যথাক্রমে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।
দিল্লির মোদী সরকার আসলে কর্পোরেটের স্বার্থ রক্ষার তাগিদে দেশের সম্পদ বেসরকারীকরণ ও বিক্রি করে দেশদ্রোহীতার কাজ করছে বলে মহিলা নেত্রীদের অভিযোগ। অন্যদিকে, রাজ্যের তৃণমূল দল দুর্নীতি, কাটমানি আর সিন্ডিকেটের ক্ষমতা কায়েম করেছে বলে তাঁদের আক্রমণ! নেত্রীদের বক্তব্য, “তৃণমূলকে উৎখাত করলেই বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।” এই অরাজকতার বিরুদ্ধে মহিলাদেরও গুরুদায়িত্ব পালন করা সহ আন্দোলনের মধ্য দিয়ে অতীত ঐতিহ্য পুনরুদ্ধার করার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান বাম নেত্রীরা।