দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১০ জানুয়ারি: আহা কি মহিমা রাজনীতির! দু’দিন আগেই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে দেখা গেছে যে বিধায়ককে, তিনিই নাকি আজ (মঙ্গলবার) পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে! এমনটাই খবর ছড়াচ্ছে মঙ্গলবার বিকেল থেকে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিজেপির দুই বিধায়ক (বা, তিন!) সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের মধ্যে একজন নাকি উত্তরবঙ্গের, অপরজন দক্ষিণবঙ্গের। বিভিন্নভাবে খবর আসছে, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার এক ‘তারকা বিধায়ক’ নাকি দেখা করেছেন অভিষেকের সঙ্গে। ওই বিধায়ককে নিয়ে অবশ্য বেশ কিছুদিন ধরেই জল্পনা ছড়াচ্ছিল। যদিও, খড়্গপুরের ‘বিজেপি’ বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় অবশ্য দু’দিন আগেই তাঁর বিধানসভা এলাকায় (খড়্গপুরে) একটি কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষও করেছিলেন!

thebengalpost.net
খড়্গপুরে শুভেন্দু অধিকারী, সঙ্গে হিরন্ময় চট্টোপাধ্যায় (৮ জানুয়ারির ছবি):

সেজন্যই, মঙ্গলবার সন্ধ্যা থেকে খড়্গপুর-মেদিনীপুরের অলিতে গলিতে, চা দোকানে একটাই আলোচনা, “বিজেপির ‘তারকা বিধায়ক’ হিরণ কি শেষ পর্যন্ত তৃণমূলে যাচ্ছে?” খড়্গপুর থেকে আমাদের প্রতিনিধি অবশ্য হিরণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পারেননি! সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে (ইন্দোরে?) কোথাও পাড়ি দিয়েছেন, ব্যক্তিগত কাজে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, দুপুরের দিকে নাকি দুই বিজেপি বিধায়ক গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তাতেই ছড়াচ্ছে জল্পনা। ডিসেম্বরে ‘দরজা’ না খুললেও, জানুয়ারিতেই কি তবে খুলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দরজা? আর, তাতে ‘ভিড় ভিড়’ করে ঢুকে যাবেন বিরোধী দলের কয়েকজন বিধায়ক? এই বিষয়ে জেলা বিজেপি’র মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “আমাদের কাছে এই সম্পর্কিত কোনো খবর নেই! তবে, বিশ্বাস হয়না দুর্নীতিতে ডুবতে চলা তৃণমূলের নৌকাতে কেউ উঠবে বলে! তাই, পুরো বিষয়টি তৃণমূলের অপপ্রচারও হতে পারে।” জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা’কেও মঙ্গলবার এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন, “এই বিষয়গুলি আমাদের সর্বভারতীয় নেতৃত্ব দেখছেন।” যদিও, খড়্গপুর পৌরসভায় এখনও চেয়ারম্যানের নাম ঘোষণা না হওয়ায়, খড়্গপুর বাসী নানা প্রশ্ন তুলছেন! সুজয় বললেন, “চেয়ারম্যান তৃণমূলের জয়ী কাউন্সিলরদের মধ্যেই কেউ একজন হবেন বলেই আমরা জানি। তবে, শেষ সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব-ই।”

এদিকে, এই জল্পনা ছড়ানোর পর পরই বিজেপির তারকা বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় মঙ্গলবার রাতে যে টুইট করেছেন, তাতে পুরো বিষয়টি ‘গুজব’ মনে হতে বাধ্য! টুইটে তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) যে আমন্ত্রণমূলক অনুষ্ঠানে (মধ্যপ্রদেশ সরকারের গ্লোবাল সামিট) গিয়েছেন, সেই ছবি পোস্ট করার সাথে সাথেই ‘ভারতমাতা কি জয়’ ও লিখেছেন। তাঁর এই পোস্টে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান থেকে শুরু করে বিজেপি বেঙ্গল এবং শুভেন্দু অধিকারীকেও (হ্যাসট্যাগ দিয়ে) ট্যাগ করেছেন! ফলে সবটাই এখন শীতের সকালের কুয়াশার মতোই আবছা!

thebengalpost.net
হিরণের টুইট :