দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ মার্চ:জয়প্রকাশ মজুমদারের ‘ফের একবার’ দলবদল নিয়ে বিস্ফোরক মেদিনীপুরের সাংসদ (MP, Midnapore) তথা বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন দিল্লি যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “কিছু পেশাদার লোক থাকেন। তারা যখন যেমন, তখন তেমন। এর আগে উনি কংগ্রেস করতেন। পরের দিন বিজেপির হয়ে মিডিয়ায় বসলেন। আগে বলা হতো আয়ারাম গয়ারাম। ফুটবল ক্লাব চেঞ্জ করার মতো দল চেঞ্জ করে এঁরা। কিছু লোক আসবে যাবে। এতে কিছু যায় আসে না। দল আমরা দাঁড় করিয়েছি। পার্টি এখন গাড্ডায় পড়েছে। আমরা আবার সেটা নিয়ে বসব।”

thebengalpost.net
দিলীপ ঘোষের পোস্ট:

প্রসঙ্গত, মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা তথা প্রাক্তন রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। পেয়েছেন রাজ্য সহ সভাপতি’র পদ! এরপর, রাতেই নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে দিলীপ ঘোষ এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে লেখেন, “দু’চারটে নেতা দল থেকে চলে গেলে দলের কিছু এসে যায় না। দল গড়ে তুলেছেন হাজার হাজার নিচুতলার কর্মীরা। দলের খারাপ সময়েও তাঁরা সঙ্গে আছেন।” অন্যদিকে, বুধবার বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি সায়ন্তন বসু, রীতেশ তেওয়ারি, লকেট চট্টোপাধ্যায়ের মতো বিক্ষুব্ধ নেতা-নেত্রীদেরও বার্তা দিয়ে বলেন, “বিক্ষুব্ধরাও জয়প্রকাশকে নিয়ে ফাঁপরে পড়েছে। কারণ তাঁরাও শেষ মুহুর্তে জানতেন না যে উনি দল বদল করছেন। বিক্ষুব্ধরাই ঠিক করুন তাঁরা কী করবেন। মতের অমিল থাকতেই পারে। তাঁরা সেটা কথা বলতে পারতেন।”