thebengalpost.net
খড়্গপুরে হিরন্ময় চট্টোপাধ্যায় :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: “বঙ্গ বিজেপি যেন অভিভাবকহীন! আগলে রাখতে পারছেনা নিজের সন্তানদের। সংসারে বাবা-মায়ের মধ্যে অশান্তি হয়, ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়। দিনের শেষে আবার সব ঠিকও হয়ে যায়। তবে, একজন অভিভাবক কিংবা বাবা-মায়ের কখনও নিজের সন্তানের হাত ছেড়ে দেওয়া উচিত নয়! তাহলে কিন্তু সন্তানরা হয় বিপথে চলে যাবে, হারিয়ে যাবে কিংবা অনাথ হয়ে পড়বে।” নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া কিংবা বঙ্গ বিজেপি’র সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে সোমবার রাতে এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। বঙ্গ বিজেপি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দূরত্ব বা মতভেদ তৈরি হলেও, কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে কোনো অভিযোগ করেননি তিনি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও নিজের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেছেন। এমনকি, এও জানিয়েছেন, “এ রাজ্যে বিজেপি-কে রক্ষা করতে পারে, তার ৩ কোটি সমর্থক।‌ ২ কোটি ২৮ লক্ষ মানুষ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। আর, ৫০ লক্ষের বেশি মানুষ ভোট দিতে পারেননি! এই ৩ কোটি মানুষ-ই বিজেপির বড় ভরসা।” তবে, মঙ্গলবার মেদিনীপুর শহরে হিরনের পাল্টা প্রতিক্রিয়ায়, সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “যাঁরা এসব মন্তব্য করছেন, তাঁরা পার্টিটা এখনও ভাল করে চিনতে পারেনি, চেনার চেষ্টা করেনি! অভিভাবক না থাকলে দলটা চলছে কি করে! আমি বলব, যাঁরা নতুন এসেছেন, আগে দলটা ভালো করে চিনুন, জানুন। আর যা বলার দলের মধ্যে বলুন।”

thebengalpost.net
খড়্গপুরে হিরন্ময় চট্টোপাধ্যায় :

তবে, হিরণের তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা থাকলেও, পৌর নির্বাচনেও যে খড়্গপুরে বিজেপিরই পাল্লা ভারি তা জানিয়েছেন হিরণ স্বয়ং। তিনি বলেছেন, “বিধানসভা নির্বাচনে ৩২ টার মধ্যে ২৩ টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। আরও ৫ টাতেও বিজেপি এবার ভালো ফল করবে। কারণ, সারা রাজ্যে যাই হোক না কেন, খড়্গপুরে কিন্তু বিজেপিতে যোগদানের ঢল নেমেছে! ২৮ টা ওয়ার্ডে বিজেপি জিতবে, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়। আর যদি, কলকাতা কর্পোরেশনের মতো ভোট হয়, তাহলে কিছু বলার নেই!” দিলীপ ঘোষের সঙ্গে মনোমালিন্যের বিষয়-টি এড়িয়ে গেলেও খড়্গপুর পৌরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপারসন প্রদীপ সরকার-কে ফের একবার এক হাতে নিয়েছেন হিরণ। তাঁর মতে, “ওনারতো চেয়ারপারসন হওয়াই উচিত হয়নি। কারণ, মানুষ ওনাকে বিধানসভা নির্বাচনে পরিত্যাগ করেছে। বরং, জহর পাল বা রবিশংকর পান্ডের মতো বর্ষীয়ানদের চেয়ারপারসন করা উচিত ছিল। উনি অযোগ্য। উন্নয়নের টাকা ফেরত যাচ্ছে। আর, খড়্গপুরের মানুষ-কে কটকে যেতে হচ্ছে, চিকিৎসার জন্য! রাস্তা নেই, আলো নেই, হাসপাতাল নেই। পুরো খড়গপুর শহরকে শ্মশান বানিয়ে রেখে দিয়েছেন উনি।” সবমিলিয়ে, পৌরসভা নির্বাচনের আগে নিজের অবস্থান পুরোপুরি স্পষ্ট না করে, বঙ্গ বিজেপির কোর্টেই বল ঠেলে দিলেন খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। সবমিলিয়ে, মেদিনীপুর খড়্গপুরের রাজনীতিতে ফের একবার শিরোনামে উঠে এলেন বিজেপির সেলিব্রেটি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়।

thebengalpost.net
মেদিনীপুরে দিলীপ ঘোষ :