দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও, শুধুমাত্র অন্তর্কলহের কারণে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি আর নারায়ণগড়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করতে পারলনা তৃণমূল কংগ্রেস! কেশিয়াড়িতে ২৩-৪ আর নারায়ণগড়ে ৪৬-২ ব্যবধানে বিরোধীদের ধুলিস্যাৎ করেও নিজেদের ‘গোষ্ঠী কোন্দল’ ঢাকতে পারল না তৃণমূল। বৃহস্পতিবার রাত অবধি কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তৃণমূল নেতৃত্ব কিংবা ব্লক প্রশাসন। নারায়ণগড়ে আগেই ‘কোরাম’ গঠিত না হওয়ায়, স্থগিত হয়ে গেছে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। সেখানে দলের বিজয়ী পঞ্চায়েত সমিতির সদস্যরা ‘কোরাম’ গঠনে যোগই দেননি। নেপথ্যে সেই তৃণমূল কংগ্রেসের চিরাচরিত গোষ্ঠীদ্বন্দ্ব! ঠিক একইভাবে বিপুল ব্যবধানে (২৮-২) জিতেও গড়বেতা-২ (গোয়ালতোড়) নং ব্লকে ভোটাভুটির মাধ্যমে বেছে নিতে হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে। দাসপুর-১, চন্দ্রকোনা-২ প্রভৃতি ব্লকেও শেষ মুহূর্ত অবধি দলের গোষ্ঠী-কোন্দল প্রকট হয়েছে। শালবনী, গড়বেতা-৩ (চন্দ্রকোনা রোড), দাসপুর-১ প্রভৃতি ব্লকে দলের (তৃণমূলের) ব্লক সভাপতিদেরই পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে। বেশ কিছু ব্লকে (ডেবরা, ঘাটাল প্রভৃতি) অবশ্য ব্লক সভাপতিরা নির্বাচনে দাঁড়িয়ে আগেই হেরে গিয়েছেন। নাহলে হয়তো সেই সমস্ত ব্লকেও তাঁদেরই পঞ্চায়েত সমিতির সভাপতি করা হতো! মনে করছেন দলেরই সংখ্যাগরিষ্ঠ অংশ।

thebengalpost.net
বৃহস্পতিবার সন্ধ্যায় কেশিয়াড়ি :

সূত্রের খবর অনুযায়ী, কেশিয়াড়িতে দলের তরফে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে উত্তম সিটের নাম পাঠানো হলেও, বেশিরভাগ বিজয়ী সদস্য ফটিক পাহাড়ির দিকে ঝুঁকে আছেন! অন্যদিকে, নারায়ণগড়ে লড়াই বর্তমান ব্লক সভাপতি সুকুমার জানা এবং প্রাক্তন ব্লক সভাপতি মিহির চন্দের মধ্যে। যদিও, সহ-সভাপতি পদ নিয়েও সেখানে লড়াই আছে বলে জানা যায়। গড়বেতা ২ নং (গোয়ালতোড়ে) ব্লকে ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন দীনবন্ধু দে। ভোটাভুটিতে হেরে গিয়েছেন বিশ্বেশ দাস। সহ-সভাপতি মনোনীত হয়েছেন মঞ্জু দুলে। গড়বেতা-১ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন শিবানী হেমব্রম। দলের ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ হয়েছেন সহ-সভাপতি। গড়বেতা-৩ নং ব্লকে আবার পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন দলের (তৃণমূলের) ব্লক সভাপতি চিন্ময় সাহা। সহ-সভাপতি সিরাজুল পাঠান। শালবনীতে দলের ব্লক সভাপতি নেপাল সিংহ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত হয়েছেন সর্বসম্মতিক্রমে। তিনি এর আগে জেলা পরিষদের কর্মাধক্ষ্য ছিলেন। শালবনীতে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হয়েছেন জোৎস্না রায়। গত বার তিনি ৯নং কাশীজোড়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন।

মেদিনীপুর সদর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত হয়েছেন যথাক্রমে উর্মিলা সাউ ও গৌতম দত্ত। গৌতম আবার ওই এলাকায় দলের ব্লক সভাপতিও। খড়্গপুর ১ ও খড়্গপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিরা হলেন যথাক্রমে- আরতি মুর্মু ও নবকুমার দাস (১নং ব্লক) এবং বিশ্বজিৎ মুখার্জি ও মন্দিরা মল্লিক (২নং ব্লক)। ডেবরাতে বাদল চন্দ্র মন্ডল সভাপতি এবং প্রদীপ কর সহ-সভাপতি মনোনীত হয়েছেন। সবংয়ে মৌসুমী দাস সভাপতি এবং বাবুলাল মাইতি সহ-সভাপতি হয়েছেন। পিংলাতে নিমাই সিং সভাপতি এবং রাবিয়া বিবি সহ-সভাপতি মনোনীত হয়েছেন। দাঁতন ১ নং ব্লকে কনক পাত্র সভাপতি এবং সুধাংশু আইচ সহ-সভাপতি মনোনীত হয়েছেন। দাঁতন ২নং এ রূপা মুর্মু সভাপতি এবং মৃত্যুঞ্জয় দাস সহ-সভাপতি হয়েছেন। মোহনপুর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে সঞ্চিতা দাস পাত্রকে। মনোরঞ্জন পাত্র হয়েছেন সহ-সভাপতি। ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে- শ্যামলী সর্দার ও বিকাশ কর’কে। দাসপুর-২ নং ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত হয়েছেন যথাক্রমে- শিখা দোলই ও অলকরঞ্জন ভুক্তা। চন্দ্রকোনা-১ নং (ক্ষীরপাই) ব্লকের সভাপতি ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন যথাক্রমে- শম্পা মন্ডল ও সূর্যকান্ত দোলই। বর্ষীয়ান নেতা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন গড়াই-কে এবার কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয়েছে। সহ-সভাপতি হয়েছেন পানমনি মুর্মু। টালবাহানা শেষে দাসপুর-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি, বর্ষীয়ান সুকুমার পাত্রই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন সুজাতা সিং। চন্দ্রকোনা ২নং ব্লকে প্রাক্তন বিধায়ক ছায়া দোলই নয়, বর্তমান বিধায়ক অরূপ ধাড়া গোষ্ঠীর অলোক ঘোষ-ই শেষ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন। সহ-সভাপতি মনোনীত হয়েছেন দোলন কোটাল। অন্যদিকে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও জেলার বিভিন্ন ব্লকের একের পর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান নির্বাচনের (বা, মনোনয়নের) ক্ষেত্রেও ভোটাভুটির সাহায্য নিতে হয়েছে! ফলে বিপুল ব্যবধানে জিতেও ফের একবার বে-আব্রু হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী-রাজনীতি।

thebengalpost.net
শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন দলের ব্লক সভাপতি নেপাল সিংহ: