Politics

BJP: দুই মেদিনীপুর জুড়ে বিদ্রোহ বিজেপিতে! পূর্বে গ্রুপ ছাড়লেন অশোক দিন্দা, পশ্চিমে মন্ডল সভাপতিরা অনুপস্থিত দলের বৈঠকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৫ এপ্রিল:বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন! ‘আগুন’ প্রতিটি জেলাতেই। সেই আগুনের আঁচে জ্বলছে দুই মেদিনীপুর-ও। তবে তার ফলশ্রুতিতে সবথেকে চাঞ্চল্যকর খবর ‌হল, খোদ ময়নার (পূর্ব মেদিনীপুর) বিধায়ক অশোক দিন্দা এবার রাজ্যের বিজেপি বিধায়কদের নিয়ে তৈরি সাংগঠনিক গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন (Left the Whtsapp Group)! যে গ্রুপের অ্যাডমিন (Admin) স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি আরও একাধিক গ্রুপ ছেড়ে বেরিয়ে গেছেন বলে জানা গেছে। এদিকে, অশোক দিন্দা’র গ্রুপ ছাড়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে! এমনকি, তাঁর তৃণমূলে যাওয়ার সম্ভবনা নিয়েও কানাঘুষো শুরু হয়ে গেছে। তবে, এনিয়ে অশোক দিন্দা যদিও জানিয়েছেন, “এটা ঠিক যে সাংগঠনিক কিছু গ্রুপ ছেড়েছি। তার কিছু কারণও আছে। সঠিক সময়ে সেই কারণ জানাবো। অনেক সময় কিছু বোঝানোর জন্য, কিছু করতে হয়।” বোঝা‌ গেল, অশোকের কোথাও ক্ষোভ আছে দলের প্রতি! সূত্রের খবর অনুযায়ী, সদ্য ঘোষিত মন্ডল সভাপতিদের তালিকায় নাকি তাঁর ঘনিষ্ঠ কাউকেই রাখা হয়নি! অন্যদিকে, জেলার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।‌ তবে, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা’রা অবশ্য জানিয়েছেন, “জেলার অপ্রয়োজনীয় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন দাদা। না বলেই, বিভিন্ন গ্রুপে তাঁকে অ্যাড করে দেওয়া হচ্ছে। তাই, সেই সমস্ত গ্রুপ থেকে বেরিয়েছেন তিনি। এনিয়ে বিতর্কের কিছু নেই।” তবে, এর নেপথ্যেও দলের প্রতি শুভেন্দুর কোন ক্ষোভ আছে কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা!

অশোক দিন্দা (ফাইল ছবি):

অন্যদিকে, সদ্য মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করার পরই বিদ্রোহের আগুন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপিতেও। জানা গেছে, রবিবার মণ্ডল সভাপতিদের নিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বৈঠক করেছেন, তাতে মেদিনীপুর সাংগঠনিক জেলার মণ্ডল সভাপতিদের মধ্যে প্রায় ১৫-১৬ জনই (৩২ জনের মধ্যে) নাকি অনুপস্থিত ছিলেন! তবে, তুলনায় ভালো পরিস্থিতি ঘাটালের। মাত্র ১ জন অনুপস্থিত ছিলেন বৈঠকে। সেটাও আবার তাঁর মায়ের অসুস্থতার কারণে! বিষয়টিকে উপরে গুরুত্ব দিতে না চাইলেও, ভেতরে ভেতরে যে গোষ্ঠী কোন্দল বা বিদ্রোহ চরম জায়গায় পৌঁছেছে তা বেশ ভালোই উপলব্ধি করতে পারছেন রাজ্য ও জেলা নেতৃত্ব। তবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য, “আগামীদিনে বাংলায় ক্ষমতা দখল করবে বিজেপি। তাই, দলের ভেতরে নানা ক্ষোভ-অভিমান থাকবেই। এটা কোনো নতুন বিষয় নয়।” আর, এনিয়ে বিজেপি রাজ্য সভাপতি-র উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “ক্ষমতা দখল নয়, বাংলা থেকে মুছে যাওয়ার পথে বঙ্গ বিজেপি! আগেই তো আমরা বলেছি, এই সমস্ত সাম্প্রদায়িক দল বাংলায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেও পারবেনা!”

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

12 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

14 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago