thebengalpost.net
আহত এক কর্মী মেদিনীপুর মেডিক্যালে :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে আবারও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! নব্য তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি প্রথম থেকে তৃণমূল করে আসা অর্থাৎ পুরানো দিনের দুই তৃনমূল কর্মী। এমনটাই অভিযোগ আক্রান্ত তৃনমূল কর্মীদের পরিবার থেকে শুরু করে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের। যদিও, বিষয়টিকে ‘পারিবারিক বিবাদ’ বলে সাফাই দিয়েছেন কেশপুর ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী!

thebengalpost.net
আহত এক কর্মী মেদিনীপুর মেডিক্যালে :

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে কেশপুর ব্লকের আনন্দপুর থানার জগন্নাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রি আটটা নাগাদ এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন শাহিদুল রহমান ও শেখ আসেফ আলি। সেই সময় হঠাৎ ১৫-২০ জন এসে অতর্কিতে দুজনের উপর হামলা চালায়! রড, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় দুজনকে। স্থানীয় কয়েকজন উদ্ধার করতে গেলে, তাদেরও বাধা দেয় আক্রমনকারীরা! এমনটাই অভিযোগ। এরপর, হামলাকারীরা চলে গেলে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে কেশপুর গ্রামীণ হাসপাতালে, পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, যাকে কেশপুরে ভোটে জিতিয়ে এনেছি, সেই বহিরাগত বিধায়িকা (ইঙ্গিত, শিউলি সাহার দিকেই)’র নির্দেশে ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী BJP থেকে আসা নব্য তৃণমূল কর্মীদের নিয়ে পুরানো তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে! যদিও কেশপুর ব্লক তৃণমূল সভাপতি উত্তমা নন্দ ত্রিপাঠী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এটা সম্পূর্ণ জমি জায়গা ঘটিত পারিবারিক বিবাদ। এর সঙ্গে দলের কেউ কোনো ভাবে জড়িত নেই। অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদোলই সবটাই জানেন।”