দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: ফের শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর! গুরুতর আহত ২ জন। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের বাঘাস্থি এলাকায়।

thebengalpost.in
আহত তৃণমূল কর্মী :

স্থানীয় সূত্রে জানা গেছে, কেশিয়াড়ি বাঘাস্থি এলাকার বেনাডিহাতে একটি ব্যাংকের কাজে গিয়ে ছিলেন স্থানীয় অঞ্চলের যুব সভাপতি প্রশান্ত খাটুয়া। অভিযোগ, তখনই স্থানীয় নেতা ফটিক পাহাড়ি গোষ্ঠীর বেশ কয়েকজন তৃণমূল কর্মী রড, লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। তার পরেই টাঙ্গি দিয়ে কোপানো হয়। এদিকে ওই তৃণমূল কর্মীকে মারধরের সময় শিব শংকর জানা নামে অপর এক তৃণমূল কর্মী প্রশান্তকে বাঁচাতে এলে, তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় তৃণমূল কর্মীরা গুরুতর আহত ওই ২ জনকে প্রথমে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। এরপর, রীতিমতো আশঙ্কাজনক‌ অবস্থায় প্রশান্ত খাটুয়া’কে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এদিকে ফটিক রঞ্জন পাহাড়ী গোষ্টীর বাদল রাউত নামে এক ব্যাক্তিও এই ঘটনায় আহত হয়। তবে, গোষ্ঠী দ্বন্দ্বের কথা তৃণমূল নেতা ফটিক রঞ্জন পাহাড়ি অস্বীকার করে বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কর্মীরা কোন ভাবে জড়িত নয়। এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।” যদিও, শেষ খবর অনুযায়ী তার গ্রেপ্তারির দাবিতে কেশিয়াড়ি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী গোষ্ঠীর তৃণমূল কর্মীরা।

thebengalpost.in
ঘটনাস্থলে বিক্ষোভ :