দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: ফের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল হল পশ্চিম মেদিনীপুর! গড়বেতা থানার অন্তর্গত খড়কুশমা গ্রামে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল থেকে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। দু’পক্ষের সংঘর্ষের জেরে ভাংচুর করা হয় তৃণমুলের দলীয় কার্যালয়। শয়ে শয়ে হয় বোমাবাজি! আহত হয়েছেন ২-৩ জন গ্রামবাসী। এদিকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল জানিয়েছে, এসব দুষ্কৃতীদের কাজ। গ্রামেরই দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। দল-রং না দেখে, পুলিশ অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করুক।

thebengalpost.net
তাজা বোমা উদ্ধার :

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই এলাকায় শতাধিক বোমা ফাটায় একদল দুষ্কৃতী। গ্রামের একদল তৃণমূল কর্মীই এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র তৃণমুলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বলে খবর। ঘটনায় ২-৩ জন গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকেই চলছে পুলিশি টহল। পাশাপাশি এলাকা থেকে শুক্রবার বেশকিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমুলের কেউ জড়িত নয় বলে দাবি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা’র। তিনি জানান, “যারা প্রকৃত তৃণমূল কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, তাঁরা কখনোই দলীয় কার্যালয়ে ভাঙচুর চালাবে না। এটা দুষ্কৃতীদের কাজ। পুলিশকে বলা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

thebengalpost.net
আহত তৃণমূল কর্মীরা :