তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল:পশ্চিম মেদিনীপুর থেকে গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই কিনারা করল পুলিশ। ভিন জেলা থেকে উদ্ধার ৩ টি গরু গ্রেপ্তার দুই গরু চোর। পুলিশের তৎপরতায় খুশি গরুর মালিক। ঘটনাটি, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার সিতোসল গ্রামের। জানা যায়, সিতাশোল গ্রামের কৃষক সুশান্ত ঘোষ মঙ্গলবার সাতসকালেই বাড়ির গোয়াল ঘরে গিয়ে দেখেন যে, তিনটি বিশাল আকারের গরু নেই। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। সুশান্ত ঘোষ গরু চুরি হয়েছে বুঝতে পেরে দ্রুত খবর দেন চন্দ্রকোনা থানায় ও রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে দ্রুত তদন্তে নামে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। সুশান্তর পরিচিত লোকজন এবং আত্মীয় পরিজনেরাও খোঁজ খবর চালাতে থাকেন। অবশেষে, গরু চুরির কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল তিনটি গরু। গ্রেফতার দুই গরু চোর।
পুলিশ সূত্রে খবর, গরু চুরি করে চোরের দল গরু দুটিকে বর্ধমানের রায়না থানার একটি বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আর সেই বাজার থেকে হাতেনাতে গরু সমেত চোরেদের আটক করে পুলিশ। মঙ্গলবার রাতেই পুলিশ সুশান্তর হাতে গরু তুলে দেন। গ্রেফতার করা হয় দুই চোরকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দু’জনই চন্দ্রকোনার বাসিন্দা। এদের মধ্যে একজন হল, শেখ আব্দুল্লাহ, (বয়স আনুমানিক ৪৫)। বাড়ি চন্দ্রকোনা অর্জুন গাড়িয়া গ্রামে। অপরজন হল, সেক সরফুদ্দিন (বয়স আনুমানিক ৫০)। হাটপুকুর গ্রামের বাসিন্দা। ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে। এদিকে, দিনদিন গরু চুরির ঘটনা বাড়তে থাকায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মাচ্ছিল এলাকার মানুষ জানের। তবে, এই ঘটনায় পুলিশের তৎপরতায় খুশি এলাকার মানুষজন।