দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মার্চ: রাজ্য পুলিশের নতুন ডিজি (Director General of Police) হলেন IPS বিবেক সহায়। সরানো হল মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচিত IPS রাজীব কুমার-কে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিকল্প তিনটি নাম চেয়েছিল নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৫-টার মধ্যে সেই প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফে। সেই সময়সীমা মেনেই রাজীবের উত্তরসূরী পদে তিনটি নাম জমা দেওয়া হয় রাজ্যের তরফে। সেই তালিকার থাকা প্রথম নাম বিবেক সহায়-কে রাজ্যের পরবর্তী ডিজির দায়িত্ব দিল কমিশন।

thebengalpost.net
নির্বাচন কমিশনের চিঠি:

রাজীবকে সোমবার ফেরত পাঠানো হয়েছে, রাজ্যের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজীবকে তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল। ২০১৯ সালের লোকসভা ভোট ঘোষণার পর রাজীবকে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজীব দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতরের সচিব। কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালব্য-র মেয়াদ শেষ হয়। তার পর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিরেক্টর জেনারেল (ডিজি) হিসাবে নিয়োগ করা হয় রাজীবকে। মাত্র তিন মাসের মধ্যেই অবশ্য তাঁকে পদ থেকে সরিয়ে দিল কমিশন।

thebengalpost.net
বিবেক সহায়:

অন্যদিকে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় তাঁর প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায়। গত নভেম্বরে তাঁকে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়েছিল। প্রসঙ্গত, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি হিসাবে সরকারের তরফে বিবেকের পাশাপাশি আরও দুই সিনিয়র আইপিএস অফিসার, যথাক্রমে সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল কমিশনে। সঞ্জয় এখন রাজ্য দমকল বিভাগের ডিজি। রাজেশ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধান। শেষ পর্যন্ত কমিশন বিবেক সহায়ের নামেই শিলমোহর দেয়।

thebengalpost.net
রাজীব কুমার: