দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: প্রায় তিন বছর পর বদলি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার আই.সি (Inspector In-charge) পার্থসারথি পাল। তাঁকে বদলি করা হচ্ছে বারুইপুর পুলিশ জেলার ডিআইবি বিভাগের একজন ইন্সপেক্টর হিসেবে। কোতোয়ালী থানার আই.সি হয়ে আসছেন মুর্শিদাবাদ জেলার লালবাগের কোর্ট ইন্সপেক্টর আতিবুর রহমান। উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে কোতোয়ালী থানার আইসি হিসেবে কর্মরত ছিলেন পার্থসারথি পাল। অবশেষে তাঁকে বদলি করা হল ভিন জেলায় এবং অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ পদে! সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ১৭জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার-কে বদলি করা হয়েছে।

thebengalpost.net
পার্থসারথি পাল:

thebengalpost.net
আতিবুর রহমান:

এই একই বিজ্ঞপ্তি অনুযায়ী, বদলি করা হয়েছে খড়্গপুর টাউন থানার আই.সি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়-কেও। তাঁকে সুদূর লালবাগের (মুর্শিদাবাদ) কোর্ট ইন্সপেক্টর করে পাঠানো হচ্ছে। খড়্গপুর টাউন থানার নতুন আই.সি হচ্ছেন রাজীব কুমার পাল। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়েন্দা বিভাগ বা ডি.আই.বি (ইন্সপেক্টর)-তে কর্মরত ছিলেন। অন্যদিকে, দাঁতন থানার আই.সি দয়াময় মাঝি-কে বদলি করে মেদিনীপুর সদরের সি.আই (Circle Inspector) করা হচ্ছে। পরিবর্তে, সদরের সি.আই দেবাশীষ ঘোষ দাঁতন থানার আই.সি হিসেবে দায়িত্ব নেবেন। এছাড়াও, বারুইপুর পুলিশ জেলার ডি.আই.বি’র ইন্সপেক্টর অভিষেক বিশ্বাস-কে ডেবরা সার্কেলের নতুন সি.আই (Circle Inspector) করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এই বদলি নেহাতই রুটিন বদলি প্রক্রিয়ারই অংশ মাত্র। যদিও, পঞ্চায়েত নির্বাচনের আগে, একসঙ্গে রাজ্যের এতজন আইসি, সিআই তথা ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলি ঘিরে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে!

thebengalpost.net
বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়: