দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: পুলিশ আধিকারিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘অসামান্য’ (Outstanding) ও ‘প্রশংসনীয়’ (Commendable) ভূমিকা-র জন্য এই বছর “স্বাধীনতা দিবস” (১৫ অগাস্ট, রবিবার) এর দিন মোট ১০ জন পুলিশ আধিকারিককে পুরস্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় কলকাতা’র পুলিশ কমিশনার সৌমেন মিত্র (IPS) যেমন আছেন, তেমনই আছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (SP) অমরনাথ কে এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি সূত্রে এমনটাই জানা গেছে। তালিকায় থাকা প্রথম ৩ জন পুলিশ আধিকারিক পাবেন- “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” (Chief Minister’s Police Medal for Outstanding Service) এবং পরবর্তী ৭ জন পাবেন “চিফ মিনিস্টার পুলিশ মেডেল কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কার। ৭ জনের তালিকায় থাকা ২ জন আইপিএস অফিসার হলেন, দুই মেদিনীপুরের দুই পুলিশ সুপার। ৭৫ তম স্বাধীনতা দিবসের আগে এই খবর যে মেদিনীপুর বাসীর কাছে যথেষ্ট গর্বের, তা বলাই বাহুল্য!
প্রসঙ্গত উল্লেখ্য, এই ১০ জনের তালিকায় প্রথম নাম কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সৌমেন মিত্র। চলতি বছরেই ফেব্রুয়ারি মাসে অনুজ শর্মার জায়গায় সৌমেন মিত্র পুলিশ কমিশনার পদে বহাল হন। ‘অসামান্য’ ভূমিকার জন্য কলকাতা পুলিশের নগরপালের পাশাপাশি আরো দুই আইপিএস অফিসারও পুরস্কার পাচ্ছেন। তাঁরা হলেন এডিজি(কারা) পীযূষ পান্ডে ও আইডি উত্তরবঙ্গ ডিপি সিং। অপরদিকে, ‘প্রশংসনীয়’ কাজ করে মুখ্যমন্ত্রী-র হাত থেকে পুরস্কার গ্রহণ করতে চলেছেন যথাক্রমে- আনন্দ কুমার (আইজি, সিআইডি); সৈয়দ ওয়াকার রাজা (যুগ্ম কমিশনার, কলকাতা পুলিশ); সুমিত কুমার (পুলিশ সুপার, কোচবিহার); ভাস্কর মুখার্জি (পুলিশ সুপার, সুন্দরবন পুলিশ জেলা); অমরনাথ কে (পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর); দীনেশ কুমার (পুলিশ সুপার, পশ্চিম মেদিনীপুর) এবং অপরাজিতা রাই (ডিসি, এসটিএফ, কলকাতা পুলিশ)।