দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৯ মার্চ: মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করল নির্বাচন কমিশন। IPS বিবেক সহায় নয়, রাজ্য পুলিশের নতুন DG (Director General of Police/DGP) হচ্ছেন IPS সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতকালই (সোমবার) রাজীব কুমারকে ডিজিপি-র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর পর অন্তর্বর্তী ডিজিপি-র দায়িত্বে আসেন বিবেক সহায়। কমিশনের নির্দেশ অনুযায়ী তিন আইপিএস অফিসারের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। বিবেক সহায়, সঞ্জয় মুখোপাধ্যায়, রাজেশ কুমারের নাম প্রস্তাব করে রাজ্য। প্রশাসন সূত্রে খবর, অভিজ্ঞতার ভিত্তিতে পদে আসীন হয়েছিলেন বিবেক সহায়

thebengalpost.net
রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন IPS সঞ্জয় মুখোপাধ্যায়:

কিন্তু, ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। এদিকে, জুন মাসের ১ তারিখ শেষ দফার নির্বাচন রয়েছে। ৪ জুন ভোট গণনা। বিবেক সহায় পদে বসলে নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে ফের ডিজি (বা, ডিজিপি) বদল করতে হত। তাই, তড়িঘড়ি অভিজ্ঞতার ভিত্তিতেই ১৯৮৯-র ব্যাচের আইপিএস অফিসারকে ডিজি পদে বসানো হল। ১৯৮৯ ব্যাচের আইপিএস (IPS) সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে দমকলের ডিজি-র দায়িত্বে আছেন। আজ (মঙ্গলবার) বিকেল ৫-টার মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজিপি-র দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, কমিশনের এই সিদ্ধান্তের পর রাজ্যের একদিনের DGP তকমা বসে গেল বিবেকের নামের পাশে! সম্ভবত, সবচেয়ে কম সময়ের DGP হিসেবে দায়িত্ব সামলালেন তিনি।