দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: ঘরে তালাচাবি লাগিয়ে ২ দিনের জন্য আত্মীয় বাড়িতে গিয়েছিলেন ঘুরতে। ব্যাস! ফিরে এসেই মাথায় হাত গৃহস্থের। মেন গেট সহ ঘরের তালা ভাঙা। আলমারি থেকে খোওয়া গেছে কয়েক ভরি সোনার গহনা বা অলঙ্কার। এরপরই, থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। অভিযোগ পাওয়ার মাত্র চব্বিশ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যেই চুরির কিনারা করে পুলিশ! উদ্ধার হয় চুরি যাওয়া গয়না। দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ইন্দা সারদাপল্লীর। গত ২৬ জানুয়ারি ভোর রাতে চুরি হয় নবকুমার বেরা’র বাড়িতে। ওই দিন বিকেলে আত্মীয় বাড়ি থেকে ফিরে তাঁরা এই ঘটনা প্রত্যক্ষ করেন। এরপর, ২৮ জানুয়ারি খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নবকুমার বাবু। ২৯ জানুয়ারি (শনিবার) গভীর রাতে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

thebengalpost.net
উদ্ধার হওয়া গয়নাগাটি:

পুলিশ সূত্রে জানা যায়, খড়্গপুর খড়্গপুর টাউন থানার ইন্দা সারদাপল্লীর বাসিন্দা নবকুমার বেরা গত ২৮ জানুয়ারী তাঁর বাড়ি থেকে সোনার গহনা চুরি যাওয়ার লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে, খড়্গপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর বালুবস্তি থেকে মূল দুষ্কৃতী বছর ২৬ এর সেখ শাহরুখ-কে গ্রেপ্তার করে। এরপর, তাকে জিজ্ঞাসাবাদ করে ৫ নং ওয়ার্ডের ভবানীপুর শুভায়া বস্তি থেকে শেখ একলাখ নামে বছর ১৯ এর আরেক দুষ্কৃতী-কে গ্রেপ্তার করে। দু’জনই চুরির কথা স্বীকার করে! মঙ্গলবার অভিযুক্ত দুই যুবককে আদালতে তোলা হলে, পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইতিমধ্যে চুরি যাওয়া গয়নাগাটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

thebengalpost.net
প্রধান দুষ্কৃতী শেখ শাহরুখ :